গত বছরই রাজনীতির আঙিনায় পা রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর যে কোনও পার্বণ, বিশেষ দিনটি তিনি হুগলিতে, নিজের কেন্দ্রে൲র মানুষদের সঙ্গেই কাটান। দোলও বাদ গেল না। অন্যদিকে মিমি চক্রবর্তী বাড়িতেই রং খেললেন। রঙের দিনটি কীভাবে কাটালেন মানালি মনীষা দে?
রচনা, মিমি, মানালির দোল
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর দোল উৎসব পালনের। সেখান থেকেই দেখা গেল এই বিশেষ দিনটিও তিনি তাঁর কেন্দ্রে অর্থাৎ হুগলꦍিতে কাটালেন। কখনও তিনি মানুষের সঙ্গে কথা বলেন, কখনও বক্তৃতা দেন। তো কোথাও আবার তাঁকে ফুলের মালায়, তোড়া দিয়ে বরণ করা হয়। সেই সমস্ত কিছুর টুকরো ছবি, ভিডিয়ো দিয়ে একটি কোলাজ⭕ বানিয়ে এদিন দিদি নম্বর ওয়ান পোস্ট করেন। সেখানেই দেখা যায় তাঁকে শিশুদের সঙ্গে রং খেলতে। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, 'হ্যাপি হোলি।'
মিমি চক্রবর্তী তাঁর বাড়িতেই পোষ্য, মায়ের সঙ্গে রং খেলেন। ঈশ্বরকে আবির ছুঁইয়ে দেন। আবির মেখে পোষ্যদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতেও ভোলেন না এদিন অভিনেত্রী। তাঁকে একা নয়, তাঁ🌜র মাও এদিন সকলের উদ্দেশ্যে দোলের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত ১৪ মার্চ অর্থাৎ হোলির দিনই মুক্তি পেয়েছে মিমি চক্🌃রবর্তী অভিনীত সিরিজ ডাইনি। হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এটি।
অন্যদিকে মানালি মনীষা দে তাঁর বাড়ির সকলের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। যদিও বর, বাবা সহ সকলের সঙ্গে আবির খেলেন অভিনেত্রী। একাধিক রঙিন🏅 ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন। প্রসঙ্গত বর্তমানে মানালিকে জি বাংলার পর্দায় দুগ্গামণি ও ব✨াঘ মামা সিরিয়ালে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'ক🤪মরেড' অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের♔, কী লিখলেন?