চলচ্চিত্র নির্মাতা রাজ এবং ডিকে বুধবার বিকেলে তাঁদের যৌথ এক্স হ্🅠যান্ডেলে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। শো দুটি বন্ধ হয়ে যাওয়ার গুজব রটেছিল বেশ কিছুদিন আগে থেকেই, সেই গুজবের এবার জবাব দিতে দেখা গেল উভয় পরিচালককেই।
সেট থেকে তাঁদের দুজনের একগুচ্ছ ছবি শেয়ার ꦆকরে পরিচালকদ্বয় লিখেছেন, প্রতিদিনই কিছু না কিছু ঘটতে থাকে, কিছু না কিছু আমাদের নাড়া দেয়। আমরা সেই ঘটনাগুলির প্রতিক্রিয়া কীভাবে দেব সেটাই হচ্ছে প্রধান কথা। আমাদের কাছে একটা জিনিস সব সময় পরিষ্কার, আমরা মাথা নিচু করে কাজ চালিয়ে যাব।
আরও পড়ুন: খুশির জন্য হাঁপুস নয়নে কাঁদছেন ইব্রাহিম! নাদানিয়ান মু🌄ক্তির আগে কী ঘটল?
আরও পড়ুন: ভিকি কৌশলের ছাবা দেখে মুগ্ধ আলিয়া ভাট, লিখলেন ‘তুমি কেꩵ…’
পরিচালকদ্বয় আরও লিখেছেন, আমাদের একাই উদ্দেশ্য পরিশ্রম করা। কঠোর পরিশ্রম করে কাজ চালিয়ে যাওয়া। আগামী দিনে আরও বেশি বেশি করে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য। কাজের মধ্যে অনেক কিছুই ঘটে, কেউ চুরি করে, কেউ আবার আপনাকে বাসের নিচে ফেলে দেবে, লোকেরা যা ই💯চ্ছা তাই বলবে, কিন্তু এইসবের মধ্যেও আপনার নিজেকে শান্ত রাখাই হল একমাত্র উদ্দেশ্য।
গুলকান্দা টেলসের বাতিল হয়ে যাওয়ার প্রতিবেদনগুলির প্রসঙ্গ টেনে এনে তাঁরা বলে♈ন, আমরা শুধু ভেবেছিলাম আমাদের এটি পুনরাবৃত্তি করার জন্য একটু সময় নেওয়া দরকার। কোনও গুজবেই কান দেওয়ার দরকার নেই। নেটফ্লিক্সে রক্ত ব্রহ্মাণ্ড, অ্যামাজন প্রাইমারি গুলকান্দা এবং দ্য ফ্যামিলি ম্যান ৩ আসতে চলেছে। শো বাতিল হওয়ার গুজবকে শান্ত করার জন্য এই আপডেট যথেষ্ট।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বলিউড ❀হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, অ্যামাজন প্রাইম ভিডিয়ো গুলকান্দা টেলসকে সরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পিপিং মুন তাদের প্রতিবেদনে জানিয়েছিল, রক্ত ব্রহ্মাণ্ডের সেটে ২ থেকে ৩ কোটি টাকা আর༒্থিক তছরুপ করা হয়েছিল।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই আচমকা 𓄧অসুস্থ হয়ে হাসপাতালে অলিভিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
উল্লেখ্য, গুলকান্দা টেলস হল একটি পিরিয়ড সেক্স কমে🌳ডি। এই সিরিজে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি এবং কুণাল খেমু। এই শো প্রযোজনা করেছেন রাজ এবং ডিকে। পরিচালনা করেছেন তুম্বাদ পরিচালক র𓆉াহি অনিল বারভে। অন্যদিকে নেটফ্লিক্সের ফ্যান্টাসি অ্যাকশন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ডে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর।