অভিনেত্রী এবং প্রাক্তন বিগ বস প্𒁏রতিযোগী রাখি সাওয়ান্ত সোমবার মুম্বই বিমানবন্দরে তাঁর প্রাক্তন স্বামী রিতেশ সিংয়ের সঙ্গে দেখা গিয়েছিলেন। মু🔯ম্বই বিমানবন্দরে তাঁর বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। এইসব ভিডিওগুলিতে তাঁকে পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছে। ‘ড্রামা কুইন’ রাখি, তাঁর বক্তব্যের জন্য মাঝে মাঝেই জড়িয়ে পড়েন বিতর্কে। আর এবারও তিনি বলে বসলেন আম্বানি পরিবারের পক্ষ থেকে তাঁকে নাকি দেওয়া হয়েছে একটি বড় হীরের আংটি। সেটি আঙ্গুলে পড়ে তিনি ক্যামেরার সামনে তাঁর নিজের হাতও দেখান।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে নিমেষেই তা ভাইরাল হয়েছে। রাখি তাঁর আংটি ক্যামেরার সামনে দেখিয়ে দাবি করেছেন যে, এতে থাকা হীরেট🐻ি নাকি প্রাক্তন মিস ইউনিভার্স তথা অভিনেত্রী সুস্মিতা সেনের আংটির হীরের থেকেও বড়।
আরও পড়ুন: ‘আমি মাঝগঙ্গায়, ভꦜয়নক ছবি দেখছি, পুরো ডেকটা…’, প্রবল বর্ষণে ম🌺হা বিপদে দিতিপ্রিয়া!
অভিনেত্রী বলেন, ‘আম্বানি পরিবারের পক্ষ থেকে আমাকে এই হীরের আংটি উপহার হিসেবে দেওয়া হয়েছে। আম্বানি পরিবারের ছেলে অনন্ত আম্বানির বিয়ের উপলক্ষ্যে তাঁরা আমাকে এই আংটি দিয়েছেন।’ তবে এখানেই শেষ নয়, রাখি আরও বলেন, ‘সুস্মিতা সেনের আংটিতে যে হীরেটি রয়েছে এটি তার থেকেও আকারে বড়। ওঁকে কে আংটিটি দিয়েছিলেন জানেন? অনিল আম্বানি ওঁকে ওই আংটিটি দিয়েছিলেন মনে হয়... কিন্তু আমাকে এই আংটি দেওয়া হয়েছে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য। যেমন রিহানাকে দেওয়া হয়েছিল ১০০ কোটি টাকꦍা। তেমন আমাকেও এই ৫ꦜ০ কোটির আংটি দেওয়া হয়েছে। আমি ওঁদের বিয়েতে পারফর্মও করব।’ তবে অনেকেই বলছেন, এটি রাখি মজা করে বলেছেন। যদিও এর সত্যতা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: শুরুর 🌸আগে বলেছিলেনꩲ, ‘ওঁরা যৌনপল্লী খুলেছেন’, কপিলের শো শেষ হওয়ায় সুনীল পাল বলছেন, 'ঠিক হয়েছে…'
রাখি বর্তমানে পাপারা💟ৎজিদের সঙ্গে তাঁর খোলামেলা কথোপকথনের জন্য শিরোনাম থাকেন। এর মাধ্যমেই তিনি তাঁর ভক্তদের আনন্দ দিয়ে থাকেন। কয়েকদিন আগে, এক ভক্ত রাখির সঙ্গে একটি ছবি তোলার চেষ্টা করায় রাস্তার মাঝখানেই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন রাখি। সেই ভিডিওটি এখনও স্যোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানে একজন মহিলা ভক্তকে দেখা যায় রাখির কাছে এসে তাঁর সঙ্গে একটি ছবি তুলতে চেষ্টা করছেন। কিন্তু রাখির মেজাজ খারাপ থাকার কারণে, সে মহিলার হাত ধরে তাঁকে দূরে ঠেলে দেন, দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে যান। কিন্তু তার পরমুহুর্তেই রাখি তাঁর নতুন গাড়ি ক্যামেরায় দেখানোর জন্য সেই ভক্তকে ছবি তোলার জন্য গাড়ির কাছে ডেকে নেন।
পাশাপাশি কয়েকদিন আগেই প্রাক্তন স্বামী আদিল খান দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে সংবাদের শিরোনামে ছিলেন রাখি। আদিল খান অভিনে༒ত্রীর বিরুদ্ধে হয়রানি ও প্রতারণার অভিযোগ এনেছিলেন।