'ইন্ডিয়া গট ল্যাটেন্ট'- কেসে এবার মহারাষ্ট্র সাইবার সেলের তলব পেয়েছেন অভিনেতা ও টিভি ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইউটিউব শো ইন্ডিয়াজ গট▨ ল্যাটেন্ট-এর সঙ্গে যুক্ত এই মামলার তদন্ত করছে মহারাষ্ট্র সাইবার সেল। আর সেই কারণেই আগামী শুক্রবার রাখির বয়ান রেকর্ড করার জন্য তলব করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, বয়ান রেকর্ড করার 𝐆জন্য তাঁকে ২৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্র সাইবার আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়েছে।
প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের একটি পর্বের অতিথি ছিলেন, যেই শো-তে রণবীর এলাহাবাদিয়া ‘বাবা-মা এবং যৌনতা’ সম্পর্কে একটি বেফাঁস মন্তব্য করে বসেন, যা দেশব্যাপী ঝড় তুলেছি♛ল।
🎃মহারাষ্ট্র সাইবার সেলের কাছ থেকে আসা তলব নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাখি। একটি পাপারাজ্জো ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায় যে, ধর্ষকদের জেলে রাখার ক্ষেত্রেও একই শক্তি প্রয়োগ করা উচিত।
তলব করা প্রসঙ্গে রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া
ভিডিয়োতে রাখি সাওয়ান্তকে অবাক হয়ে প্রশ্ন করতে দেখা যায় যে, নিজেও বুঝতে পারছ🌟েন না কেন তাঁকে তলব করা হল। তিনি কাওকে গালাগালিও করেননি। ‘মুঝে সমন ভেজনে কা কোয়ি মতলব নেহি হ্যায় দোস্তো। আপ মেরেকো ভিডিয়ো কল করিয়ে, ম্যায় আপকে সারে সাওয়ালো কা জবাব দেনে কে লিয়ে তৈয়ার হুঁ। (আমি নিজেও বুঝতে পারছি না কেন আমাকে তলব করা হল। আপনারা আমাকে ভিডিয়ো কল করুন, আমꦦি সব কিছুর জবাব দিতে তৈরি।)’
রাখ🐼ি আরও বলেন, ‘আমি একজন শিল্পী। আমাকে ডেকেছিল বিচারক হিসেবে। আর আমি তো কাউকে গাাগালিও ক𒐪রিনি। আমি জানি না আমাকে তলব করার কী প্রয়োজন।’
রাখিকে আরও বলতে শোনা গেল, ‘𓄧আগে বছরের পর বছর ধরে ঝুলে থাকা ধর্ষণের মামলাগুলো সমাধান করতে হবে। কারণ অনেক মহিলা ন্যায়বিচারে🐲র জন্য অপেক্ষা করে আছে। আমার কলার সাদা, আমি কোনো অপরাধ করিনি। আগে অপরাধীদের শাস্তি দিন।’
মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে ইতিমধ্যে সময় রায়নার ইউটিউব🀅 শোতে অংশ নেওয়া কমেডিয়ান, কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-সহ ৫০ জনেরও বেশি ব্যক্তিকে তলব করেছে। শোতে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রণবীর এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই আধিকারিক জানিয়েছেন যে, ২৪ ফেব্রুয়ারি (সোমবার) বয়ান রেকর্ড করার জন্য রণবীর ও আশিস চাঞ্চালানিকে তলব করা হয়েছে।
মঙ্গলবার গুয়াহাটি হাইকোর্ট আশিস চাঞ্চালানির আগাম জামিনের আবেদনের শুনানি চলাকালীন তাঁকে ১০ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হতে বলে। ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রণবীরের মন্তব্যকে 'অশ্লীল' আখ্যা দেয়। সঙ্গে যদিও গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন সুর☂ক্ষা দেয়। বাজেয়াপ্ত করে পাসপোর্ট। দেশ না ছাড়ারই নির্দেশ দেওয়া হয়েছে রণবীর এলাহাবাদিয়াকে।