২০০৮ সালে মুক্তি পাওয়া স্লামডগ মিলিয়নিয়ার অস্কার জিতেছিল। তবে কেবল অস্কার নয়, গোল্ডেন গ্লোব, বাফতা, গ্র্যামি সহ একাধিক পুไরস্কার পেয়েছিল এই ছবিটির গান জয় হো। থুড়ি, এই গানটির জন্য এই সমস্ত পুরস্কার 🐻পেয়েছেন এআর রহমান। বলাই বাহুল্য এই গানটির তুমুল সাফল্যের পর রহমানের কদর, গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু এবার জানা গেল যে গানটি অর্থাৎ স্লামডগ মিলিয়নিয়ার ছবির জয় হো গানটি আদতে রহমান কম্পোজ করেননি। বরং এই গানটি নাকি সুখবিন্দর সিং কম্পোজ করেছিলেন। এমনটাই জানালেন রাম গোপাল ভার্মা।
কী জানা গেল জয় হো ছবিটি নিয়ে?
আগেই জানা গিয়েছিল জয়൲ হো গানটি যুবরাজ ছবির জন্য বানানো হয়েছিল। কিন্তু সেই ছবির বদলে স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে ব্যবহৃত হয়। এবার এই গানের সঙ্গে জড়িয়ে থাকা আরও একটি গোপন কথা জানা গেল। অস্কারজয়ী এই গানটি রহমানের বদলে কম্পোজ করেছিলেন সুখবিন্দর সিং।
আরও পড়ুন: শেক্সপিয়রের ওথেলো নতুন রূপে𝔍 আসছে বড় পর্দায়, ♎কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ?
আরও পড়ুন: পিছল মেট্রো 𒐪ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি?
এই বিষয়ে সম্প্রতি রাম গোপাল ভার্মা ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান সুভাষ ঘাই পরিচালিত এবং সলমন খাব ও ক্যাটরিনা কাইফ অভিনীত যুবরাজ ছবির জন্য বানানো হলেও জয় হো ছবিটির জন্য পছন্দ হয়নি। তখন সেই গানটি𒁏কে রহমান স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে ব্যবহার করেন। রাম গোপাল জানান রহমান। যখন লন্ডনে ছিলেন। সেখানে বসেই তিনি সুখবিন্দরকে নির্দেশ দেন গানটির সুর তৈরি করার। সুভাষ ঘাই এই গানটির জন্য খুব ꦦতাড়া দিচ্ছিলেন তখন রহমান সুখবিন্দরের থেকে সাহায্য নেন।
রাম গো🅠পাল জানান তিনি বিষয়টা জেনে খুব অবাক হয়েছিলেন। খানিক বিরক্ত হয়েই যেন তিন꧅ি রহমানকে বলেছিলেন যে তিনি কোটি কোটি টাকা কাজের জন্য রহমানকে দিচ্ছেন আর সেই কাজ তিনি নিজে করার বদলে সুখবিন্দরকে দিয়ে করাচ্ছেন। এই বিষয়ে পরিচালক বলেন, 'তোমার সাহস ছিল না আমার সামনে বলার? আমার যদি সুখবিন্দরকে লাগত তাহলে আমিই ওকে কাজে রাখতাম। আমার টাকা নিয়ে সুখবিন্দরকে দিয়ে সুর করানোর অর্থ কী?'
এআর রহমানের শেষ কাজ অমর সিং চমকিলা ছবিতে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য♛ ভূমিকায় আছেন পরিণীতি চোপড়া এবং দিলজিৎ দোসাঁঝ।