তিনি 'কাপুর পুত্র', অভিনয় তাঁর রক্তে। আর 'অ্যানিম্যাল'-এর সাফল্যের পর এই মুহূর্তে সপ্তম স্বর্গে রয়েছেন রণবীর কাপুর। তার উপর আর কয়েকদিনে❀র মধ্যেই তিনি শুরু করবেন 'রামায়ণ'-এর শ্যুটিং। 'রাম' হয়ে ধরা দেবেন রণবীর। জোর কদমে ♍চলছে তারই প্রস্তুতি। এই মুহূর্তে তাই নিয়ম মেনে, শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করছেন রণবীর কাপুর।
সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎই পরিচালক নীতিশ তিওয়ারি-কে কিছু বিষয়ে সোজা 'না' বলে দিয়েছেন অভিনেতা। কিন্তু কেন, কোন বিষয়ে নীতিশকে 'না' ব💃লেছেন রণবীর?
জানা যাচ্ছে, রণবীর সাফ জানিয়েছেন, তাঁর 'রাম' চরিত্র চেহারার নির্মাণে কোনওরকম সিজিআই এবং ভিএফএক্সের (CGI, VFX )-এর ব্যবহার চলবে না। অর্থাৎ কোনও রকম ডিজিটাল শরীর, লুক তিনি চান না। এই মুহূর্তে কড়া ডায়েট, জিম আর যোগ ব্যায়াম সহ নানান ধরণের প্🅷রশিক্ষণের মাধ্যমেই 'রাম'-এর জন্য প্রয়োজনীয় শারীরিক কাঠামো তৈরি করছেন রণবীর।
সম্প্রতি, প্রকাশ্যে আসা ভিডিয়োতে রণবীরকে 💃রোপ এক্সারসাইজ, লোহার ভারী বল নিয়ে ওয়েট ট্রেনিং, সাইকেলিং, সাঁতার, সহ নানান ধরনের শরীরচর্চা করতে দেখা গিয়েছে। এমনকি উঁচু পাহাড়ে ট্রেকিং করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। আর এই প্রশিক্ষণ তিনি শহর থেকে দূরে গিয়েই নিচ্ছেন।
এখানেই শেষ নয়, রাম হতে তিরন্দাজি (Archery) শিখছেন অভিনে💜তা। যার জন্য আলাদা করে তিরন্দাজির প্রশিক্ষকও নিয়োগ করেছেন কাপুর পুত্র। সবকিছুর সঙ্গে রয়েছে কড়া ডায়েট। এই মুহূর্তে কার্বোহাইড্রেট কম খাচ্ছেন, নিরামিষাশী জীবনযাপন করছেন তিনি। এমনকি ধূমপান, মদ্যপান সবই ছেড়ে দিয়েছেন বলে খবর। গত ২ এপ্রিল থেকেই মুম্বই ফিল্ম সিটিতে রামায়ণের শ্যুটিং শুরু হয়েছে। ১৭ এপ্রিল থেকে শ্যুটিং শুরু করবেন রণবীর কাপুর।
এদিকে কিছুদিন আগে ফাঁস হয়েছিল মুম্বই ফিল্ম সিটিতে তৈরি হওয়া অযোধ্যা নগরীর ঝলক। সেখান থেকেই জানা যায়, দশরথের চরিত্রে অജভিনয় করছেন পূর্বের 'রাম' অরুণ গোভিল, আর কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। রামায়ণে 'রাম' রণবীরের সীতা হচ্ছেন সাই পল্লবী, রাবণ হচ্ছেন দক্ষিণের যশ, হনুমান হচ্ছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে। আর অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণনকে নাকি কৌশল্যার চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে দুটি পার্টে তৈরি হবে এই ছবি।