রবিবার সন্ধ্যায় বসছে আইপিএল ২০২২-এর গ্র্যান্ড ফিনালের আসর। এদিন আহেমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবেন রাজস্থান রয়্যালস। দুই প্রতিবেশির হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত গোটা দেশ। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন রণবীর সিং। রণবীরের এনার্জি নিয়ে নতুন করꦿে কিছু বলবার নেই। পুরোদমে আইপিএল ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানের রিহার্সাল পর্ব সারছেন রণবীর। সেই ঝলক নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছেন রণবীর।
ভিডিয়ো শেয়ার করে রণবীর লেখেন, ‘দর্শকে মাঠ উপচে পড়বে তো?….আসুন সবাই!’ এই ভিডিয়োর কোলাজে একাধিক হিট গানের হুক স্টেপ প্র্যাক্টিস করতে দেখা গেল তাঁকে। পদ্মাবত-এর ‘খলিবলি’ থেকে রামলীলা-র গানে কোমর দোলাবেন রণবীর। তবে শুধু নিজের ছবির গান নয়, ‘আরআরআর’ ছবির সুপারহিট গান ‘নাচো নাচো’তে স্ট💦েপ ম্যাচ করতে দেখা যাবে রণ🍌বীরকে। জুনিয়র এনটিআর এবং রামচরণ-এর এই ব্লকবাস্টার ছবির ভাইরাল গানে পা মেলাতে গিয়ে রীতিমতো উলটে পড়েই গেলেন রণবীর সিং। এর আগে ইনস্টাগ্রাম লাইভে এই গানটি গুনগুন করেছেন, এমনকী বিয়েবাড়িতে এই গানে নেচেছেন রণবীর। তবে প্রথমবার আইপিএল মঞ্চে কোটি কোটি দর্শকদের সামনে এই গানে লাইভ নাচবেন রণবীর।
রণবীরের পাশাপাশি এদিনের আইপিএল ফাইনালে সংগীত তারকা এআর রহমানও পারফর্ম করবেন। আইপিএলের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে এআর রহমানের সঙ♛্গে পারফর্ম করবেন নীতি মোহনও। এদিন ময়দানে হাজির থাকবেন বলিউড তারকা আমির খানও। ম্যাচের ইনিংস ব্রেকেই মুক্তি পাবে আমিরের ‘লাল সিং 🧸চড্ডা’র ট্রেলার।