▨ অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগনের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পদার্পণ করলেন রবিনা ট্যান্ডন কন্যা রাশা থাদানি। ‘আজাদ’ নামক একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন এই নতুন তারকা জুটি। যদিও এই সিনেমায় অজয় দেবগন নিজেও অভিনয় করবেন। বলিউডের অভিনেত্রী বা তারকা সন্তান হওয়ার সুবাদে মাঝেমধ্যেই ক্যামেরার সম্মুখীন হতে হয় রাশাকে, যা নিয়ে আগে বেশ ভালই ভয় পেতেন তিনি।
🍷সম্প্রতি ইন্ডিয়া টুডে একটি সাক্ষাৎকারে রাশা বলেন, অনেকদিন আগে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি পার্লারে গিয়েছিলাম। পার্লার থেকে যখন বেরিয়েছিলাম তখন আমাকে দেখে সবাই আমার মা ভেবে ভুল করেছিল। এর আরেকটি কারণ হল আমাদের দুজনের গাড়ির নম্বর একই।
আরও পড়ুন: 🅰'আমরা দুজনেই এই ব্র্যান্ড ব্যবহার করি…', ত্বকের যত্ন নিতে কাকে ভরসা মীরা রাজপুতের?
আরও পড়ুন: 📖শাহরুখ না হৃতিক, দলীপ তাহিলের মতে সেরা অভিনেতা কে? কী পার্থক্য দুই তারকার মধ্যে?
♈রাশা বলেন, প্রথম প্রথম আমি ভীষণ ভয় পেতাম ক্যামেরার সামনে দাঁড়াতে। মনে হত, আমার কেমন ছবি উঠবে। কেমন ভাবে দাঁড়ালে আমাকে ভালো লাগবে। যদি কোনও খারাপ ছবি ওঠে তাহলে সবাই কেমন প্রতিক্রিয়া দেবে। তবে এখন আর সেইসব নিয়ে চিন্তাভাবনা হয় না।
🦩রবিনা কন্যা বলেন, এখন আমি যখনই বাড়ি থেকে বের হই সব সময় প্রস্তুত হয়ে বের হই। ন্যূনতম কাজল এবং লিপস্টিক ব্যবহার না করে আমি বাড়ি থেকে বের হই না। মেকআপ যদি নাও করা থাকে তাহলে অন্তত পক্ষে আমার চোখে রোদ চশমা থাকে। আমাকে যেন দেখতে ভালো লাগে, সেই বিষয়টি সবসময় আমার মাথায় থাকে।
♔তারকা সন্তান আরও বলেন, প্রথম প্রথম আমি ক্যামেরা দেখে ভীষণ ভয় পেয়ে যেতাম। এখন আমি শাটারবাগগুলোকে মানুষ ভাবি ক্যামেরা নয়। আমার পক্ষে ব্যাপারগুলো এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি এখন সাবলীলভাবে ক্যামেরার সামনে চলাচল করতে পারি।
𝐆প্রসঙ্গত, অভিষেক কাপুর পরিচালিত আজাদ ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। আপাতত এই সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত দুই নতুন তারকা। আমান এবং রাশার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরাও।