২০২৪ সালটা ধামাকার সঙ্গে শুরু করেছেন আমির খান। জা𓃲নুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসে তাঁর মেয়ে আইরা খান। আর এবার মেয়ের বিয়ে মিটতে না মিটতেই অভিনেতার ফোকাস বড় ছেলের উপরে🍸। যে আদিত্য চোপড়ার প্রযোজনায় মহারাজ-এ কাজ করতে চলেছে, পরিচালনায় সিদ্ধার্থ পি মলহোত্রা।
৭ বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন জুনায়েদ। আপাতত প্রস্তুতি নিচ্ছেন নিজের দ্বিতীয় সিনেমার। যেটির প্রযোজনা করেছেন আমির নিজে। এখানে জুনায়েদকে দেখা যাবে রোম্যান্টিক রোলে। আর এই দ্বিতীয় ছবির শ্যুটিংই চলছে জাপানে। আর খবর, খুব জলদিই জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছেলের সঙ্গে সময় কাট💞ানো, কাস্ট অ্যান্ড ক্রু-র সঙ্গে দেখা করা, সবটা করে আসবেন নিজে গিয়ে।
‘যদিও আমির খান মুম্বাইতে রয়েছেন এখন, তবুও তিনি সক্রিয়ভাবে দলের সঙ্গে নিযুক্ত আছেন। আগ্রহের সঙ্গে ছবিটির কাজ পর্যবেক্ষণ করছেন। প্রকল্পের জন্য তাঁর উৎসাহ স্পষ্ট। আর এবার কাজ কতদূর এগোল তা সরাসরি দেখতে জাপানে একটি সংক্ষিপ্ত সফর করার পরিকল্পনাও রয়েছে।’, জানায় একটি🍷 সূত্র।
এদিকে ঠগস অফ হিন্দোস্তান, লাল সিং চাড্ডা-র ভরাডুবির পর আ꧃মির নিজেকে সিনেমা থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন। তবে খুব জলদিই 𓄧পর্দায় ফিরবেন। বিখ্যাত স্প্যানিশ ছবি ক্যাম্পাওনের ভারতীয় রূপান্তর, সিনেমার নাম ‘সিতারে জমিন পর’।
এই সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, ‘নিশ্চয়ই আপনাদের মনে আছে তারে জমিন পর ছবির কথা। এই ছবির নাম সিতারে জমিন পর, কার💎ণ একই থিমে তৈরি এই ছবি তারে জমিন পর-এর থেকে ১০ পা এগিয়ে রয়েছে।’ সঙ্গে আমিরের দাবি ছিল, তারে জমিন পর সবার চোখে জল আনলেও, সিতারে জমিন পর ফোটাবে মুখে হাসি।
অন্য দিকে প্রযোজক আমিরের আরেকটি প্রোজেক্টেরও ঘোষণা হয়ে গিয়েছে, যা হল ‘লাহোর ১৯৪৭’। এই ছবিতে নায়কের ভܫূমিকায় দেখা যাবে সানি দেওল। পরিচালনার দায়িত্বে রাজকুমার সন🍰্তোষি।
জানুয়ারির ৩ তারিখ বিয়ে করেছিলেন আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে আইরা খান। ফিটনেস ট্রেবার নুপূর শিখরেকে বিয়ে করেন তিনি। আইনি বিয়ে মুম্বইতে হলেও, রাজস্থানের উদয়পু♛রে হয় সামাজিক বিয়ে। সেখানে খ্রিস্টান রীতিতে শুভকাজ সারেন দম্পতি। এই বিয়ের অনুষ্ঠানে প্রথম স্ত্রীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায় আমিরকে। কখনও দেখা যায় তিনি আর রীনা নাচ করছেন, আবার কখনও মেয়েকে বিয়ে করতে দেখে কাঁদতে থাকা আমিরের হাতটা শক্ত করে ধরে আছেন রীনা।