রংয়ের উৎসবে আরও রঙিন হয়ে ওঠে পরিচিত ও কাছের মানুষদের সঙ্গে থাকলে। রং খেলে, খাওয়া-দাওয়া করে দিনটা হয়ে ওঠে সুন্দর। তেমনি এ বছর চেনা পরিচিত বৃত্তের মধ্যে রং খেলে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভꦬরী চক্রবর্তী। এবার তাঁর হোলি উদযাপন দেখার মতো। জাভেদ আখতারের বাড়ির হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। রং খেলার ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
বলিউডের হোলি পার্টির মধ্যে বরাবরই জাভেদ আখতার ও শাবানা আজমি জমজমাট পার্টি হয় চাঁদের হাট। রঙের উৎসবের সেই ছবি মুগ্ধ করে সকলকে। এ বছর জাভেদ-শাবানার হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মাথায় পাগড়ি বেঁধে এই রঙিন উৎসবে মেতে উঠতে দেখা গেল জাভেদ আখতারকে। তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন ঋতাভরী। অভিনেত্রীর দেখা মিলেছে একেবারে রঙিন মেজাজে। চিত্রাঙ্গদাও যোগ দিয়েছিলেন এই পার্টিতে। দুই বোনই চুটিয়ে হুল্লোড় করেছেন। আরও পড়ুন: এ বছর ভার༒তে হোলি খেললেন নিক-প্রিয়াঙ্কা, পুল পার্টিতে যোগ দিলেন মান্নারাও! ফাঁস ছবি
এ দিন হোলি পার্টির ছবি শেয়ার করে অভিনেত্রী ঋতাভরী লিখেছেন, ‘নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় হো𒊎লির মধ্যে একটি। ঘণ্টার পর ঘণ্টা জাভে𝐆দ আখতার স্যারের সঙ্গে কথা বলা এবং তাঁর কথা শোনা এবং আমাদের বইমেলার প্রতি তাঁর ভালোবাসার কথা জানতে পারা, সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলা ভাষা, শিকড়ের টান ইত্যাদি নানা বিষয়ের প্রতি টান। তাঁর বাড়িতে সুন্দর সময় কাটানো। জাভেদ আখতার এবং শাবানা আজমি কী সুন্দর হোলির আয়োজন করেছেন তা বলে বোঝানো যাবে না।’
চিত্রাঙ্গদার꧒ বর সম্বিতও যোগ দিয়েছিলেন এই পার্টিতে। নিকিতা গান্ধীর সঙ্গে মঞꦦ্চে পারফর্ম করেছেন সম্বিত। ঋতাভরী ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘আমি এবং আমার দিদি এবং আমার প্রিয়জনেরা সকাল থেকে আবির রং নিয়ে পাগলের মতো খেলেছি। এবং দারুণ মুহূর্ত উপভোগ করেছি।’
দোলের দিন শহরে ছিলেন না ঋতাভরী চক্রবর্তী। চলতি বছরে অভিনেত্রী হোলির দিনটা কাটিয়েছেন মুম্বইয়ে। প্রত্যেক বছর মুম্বইয়ে বিশেষ হোলি পার্টির আয়োজন করেন জাভেদ আখতার। নিমন্ত্রণ রক্ষা করতে বর্ষীয়ান গীতিকারের জুহুর বাড়িতে পৌঁছেছিলেন ঋতাভরী। এই প্রথম জাভেদের পরিবারের হোলি পার্টিতে যোগ দিয়েছেন অভিনেত্রী। পার্টিতে শাবানা আজমি, ফারহান আখতার, শিবা𓄧নী দাণ্ডেকর ছাড়াও বলিউডের আরও অনেকেই উপস্থᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিত ছিলেন।
ঋতাভরী জানিয়েছেন, সুনীল গঙ্গোপাধ্🥂যায়ের সঙ্গে নাকি বন্ধুত্ব ছিল জাভেদ আখতারের। এমনকী সুনীলের লেখা তিনি অনুবাদ করেছেন। এ ছাড়াও কলকাতা বইমেলার প্রশংসা করেছেন জাভেদ আখতার সেকথাও প্রকাশ করেছেন অভিনেত্রী।