আরজি করের নির্যাতিতা, মৃতা চিকিৎসকের হয়ে ১৪ অগস্ট পথܫꦆে নামেন হাজার হাজার মানুষ। কখনও মোমবাতি হাতে, কখনও স্লোগান তুলে বিচার চান নাগরিকরা। যাঁরা এদিন এই জমায়েতে যোগ দিতে পারেননি তাঁরা বাড়ি থেকেই তুললেন প্রতিবাদের স্বর। আর তাঁদেরই অন্যতম হলেন ঋত্বিক চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।
আরও পড়ুন: ছেলের সঙ্গে নয়, আরজি করের 🍌প্রতিবাদে একাই মধ্যরাতে রাজপথে নামলেন সৃজিতের মা!
আরজি কর নিয়ে কী ঋত্বিক?
এদিন ঋত্বিক চক্রবর্তী তাঁর ফেসবুকের পাতায় আরজি কর কাণ্ড নিয়ে সরব হন। রাত দ♏খলের রাতেই যেভাবে হাসপাতালের জরুরি বিভাগ এবং তিন তলায় ভাঙচুর চালানো হয় সেটার প্রতিবাদ করেন তিনি। বলাই বাহুল্য নিশাহার তীর রাজ্য সরকারের দিকে। তিনি꧟ এদিন তাঁর পোস্টে লেখেন, 'ভয়-মুক্ত জণগণ দেখলে শাসকরা ভয় পায় কেন?'
কী লিখেছেন অঙ্কুশ?
অঙ্কুশ এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি তাঁর মনের কথা তুলে ধরেছেন। লিখেছেন, 'আশা করব সমাজ এমনꦕ জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মানোর জন্য ঘৃণাবোধ করব। দ্রুত সুবিচারের আশা রাখলাম। মনে র🍷াখবেন যে মানুষ নিজেকে প্রভাবশালী মনে করে তখন সামনের মানুষটি দুর্বল হয়ে পড়ে। তাই আমরা দুর্বল হবো না। মেয়েদের জন্য এক সুস্থ সমাজ তৈরি করি।'
আরজি করের জন্য প্রতিবাদে সামিল টলিউড
টলিউডের অনেকেই এদিন পথে নেমেছিলেন। আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ প্ജরতিবাদে সরব হলেও টলিউডের সেলেবরা নাকি তেমন ভাবে গর্জে ওঠেননি। এমনটাই দাবি করেছিলেন অনেককে। কারও কারও আবার ধারণা ছিল তাঁরা রাজনৈতিক চাপে নাকি 'রাত দখলে' জমায়েতেও আসবেন না। কিন্তু সেটা ভেঙে দিলেন খোদ তারকারাই। এদিন আরজি করের তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে পথে নামল টলিউডের একাংশ। রাত দখলে সহনাগরিকদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলালেন শুভশ্রী, পার্নো, মিমি, সহ অন্যান্যরা।
আরও পড়ুন: 'দুই মেয়ের মা হিসেবে...' শঙ্খ বাজি🤡য💮়ে রাত দখল নীলাঞ্জনার, পাশে রইলেন সারা-জারা
আরও পড়ুন: শাহরুখের নতুন ছবি মোটেই অ্যাকশন ফিল্ম নয়! আপডেট দিয়ে 'কিং' জানালেন, 'এটা একটি কুল এ𒊎বং...'
কী ঘটেছে ১৪ অগস্ট?
গত ৯ অগস্ট আরজি কর হ𒉰াসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ১৪ অগস্ট 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।