রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে নতুন ছবি। আর সেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে। সেই ছবিতে কাকꦿে কোন ভূমিকায় দেখা যাবে? কার চরিত্রই বা কেমন?
রাজের নতুন ছবি কী নিয়ে?
রাজ চক্রবর্তীর ༺এই নতুন ছবিতে উঠে আসবে বাবা ছেলের কথা। বাবা ছেলের সম্পর্ক ভালো নয়। আর সেই সম্পর্ক এতটাই তিক্ত যে সেটা পৌঁছেছে কোর্ট পর্যন্ত। এখানে বাবার ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী। ছেলের এবং পুত্রবধূর চরিত্রে যথাক্রমে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং অহনা দত্তকে। অহনা দত্তকে এর আগে অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে, সেখানে তিনি খলনায়িকার চরিত্রে কাজ করেছেন। এখানে আইনজীবীর চরিত্রে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় দেখা যাবে অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, প্রমুখকে।
আরও পড়ুন: অ্যানিম্যাল বিতর্কে সন্দীপের পাশেই সৃজিত? বললেন, 'ছব♐িতে কী 🦂কতটা থাকবে সেটা পরিচালকের...'
এই ছবি নিয়ে কী জানালেন রাজ-ঋত্বিক?
এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটা নেতিবাচক শেডের। এই চরিত্রের বিষয়ে তিনি জানান, 'আমার চরিত্রটা ভীষণই ডার্ক। বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভালো না। মিঠুন দার সঙ্গে আমার একাধিক সংঘাতপূর্ণ দৃশ্য আছে।🌱 সবসময় যেন দুজনের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে। এসব দৃশ্য করতে বেশ মজা লাগছে꧅।' রাজ চক্রবর্তী তাঁর তৈরি করা এই চরিত্রের প্রসঙ্গে জানান, 'ঋত্বিকের চরিত্রটা যেমন সেটা অনেকেই করতে চাইতেন না। ভয় পেতেন করতে গিয়ে। কিন্তু ও সেই সাহস দেখিয়েছে।'
আরও পড়ুন: ডোনার ভয়ে বাড়িতে জুবুথু♔বু সৌরভ! দাদাগিরিতে ভয়ে ভয়ে কেন বললেন, 'দাদাদের বলার দিন চলে গেছে...'?
মিঠুনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
এই বিষয়ে ঋত্বিক জানান, 'এটা ওঁর সঙ্গে আমার প্রথম কাজ। মনে হচ্ছে যেন একটা স্বপ্নপূরণ হল। উনি আমায় বলেছেন তুমি খুব ভালো অভিনেতা আমি খোꦕঁজ নিয়েছি। এগুলো অনেক বড় পাওনা।' অন্যদিকে রাজ চক্রবর্তী এই প্রসঙ্গে জানান, ' উনি বিশাল বড় মাপের একজন স্টার, কিন্তু সহজ সরল, শিশুর মতো। তাই ওকে সেভাবেই সামলাতে হয়। প্রিপারেশন নিয়ে সেটে আসতে হয়। তবে ভীষণ ভালো লাগছে ওঁর সঙ্গে কাজ করে।'