নেপোটিজম বিতর্ক আর বলিউড যেন সমার্থক। মাঝে মধ্যেই এই নিয়ে চর্চা তুঙ্গে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রোহিত রায়। এই গোটা বিষয়টাকে তিনি অনর্থক বলে দܫাবি করলেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন এক বিশেষ পোস্ট।
স্বজনপোষণ নিয়ে কী বললেন রোহিত রায়?
রোহিত র𓂃ায় এদিন ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেন নেপোটিজম নিয়ে। সেখানে তিনি সাফ সাফ লেখেন যে এমন কোনও ঘটনা ঘটেনি যেটার কারণে তিনি এই পোস্ট করলেন। কিন্তু কী লিখলেন রোহিত?
আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে রাত পার্টিত༺ে নাচে꧒ মত্ত লারিসা, ব্রাজিলিয়ান অভিনেত্রীর জন্য কী করলেন শাহরুখ পুত্র?
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত রায় নেপোটিজম নিয়ে বিতর্ককে অনর্থক বলে দাবি করেন। লেখেন, 'এমন কোনও নির্দিষ্ট কারণ নেই যে কারণে আমি এই পোস্ট করছি।' একই সঙ্গে তিনি লেখেন, ' প্রতিবার এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিছু অভিনেতাদের বিষয়ে আপনি কোনও না কোনও গল্প শুনবেন, বা কিছু পড়বেন। আসলে এগুল🅰ো অনর্থক বিতর্ক এবং সময় নষ্ট। নেপোটিজমের মধ্যে ভুল কী আছে?'
🐓একই সঙ্গে তিনি লেখেন, 'আজ যদি কোনও ব্যবসায়ীর ছেলে তাঁর ব্যবস🐷ার দায়িত্ব নেন, তাহলে কি তাঁকে মানা করা হবে? সেই ব্যবসায়ী কি নিজের ছেলেকে ছেড়ে পাশের বাড়ির ছেলেকে প্রস্তুত করবেন তাঁর ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য? তাহলে ওখানে যদি সেটা হয় এখানে কেন হবে না?'
তাঁর মতে স্বজনপোষণের এই বিতর্ক আসলে অভিনেতাদের নিজেদের যে পরিশ্রম, হাꦛর্ড ওয়ার্ক রয়েছে সেটাকে অস্বীকার করে যায়। তাঁর কথায়, 'যখনই নেপোটিজম নিয়ে কথা হয় তখন আদতে কোনও ছেলে বা মেয়ে যে পরিশ্রম করছে সেটার থেকে আমরা নজর ঘুরিয়ে নিই। এটা খুবই বিরক্তিকর।'
পরিশেষে এই ৫৫ বছর বয়সী অভিনেতা জানান এই বিতর্কের কোনও মানে নেই কারণ এটার না আছে শেষ না আছে শুরু। যখন এই তর্কের মাধ্যমে কোনও সমাধান বের হচ্ছে না তখন এটা নিয়ে আলোচন𒁃া করাই উচিত নয়, বলে অ🐻ভিনেতার মত।