ভালো আছেন দিলীপ কুমার। জানালেন এই কিংবদন্তি অভিনেতার স্ত্রী সায়রা বানু। এখনও মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালেই রয়েছেন তিনি। গত রবিবার দুপুরেই হাসপাতালের বাইরে দেখা গেছিল দিলীপকুমারের স্ত্রী তথা বর্ষীয়ান বলি-অভিনেত্রীকে। 'দিলীপ সাব এখন ভালো আছেন'। হাসপাতাল চত্বরে অ⛦পেক্ষারত সাংবাদিকদের উদ্দেশে রীতিমতো হাত নাড়িয়ে দিলীপকুমারের স্বাস্থ্যের ব্যাপারে বার দু'য়েক এই কথা বলতে শোনা গেছে তাঁকে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসামাত্রই হাঁফ ছেড়ে বেচেঁছেন দ꧃িলীপ কুমারের অনুরাগীরা।
সংবাদ সংস্থা পিটিআইকে সায়রা বানু জানিয়েছেন যে 'দিলীপ সাব' এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তবে তা সত🦂্বেও পর্যবেক্ষণের জন্য তাঁকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে। বর্তমানে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য অনুরাগীদের 'দিলীপ সাব' এর জন্য প্রার্থনাও করার আর্তি জানিয়েছেন সায়রা বানু। অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআইকে হাসাপাতলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,বর্তম🍸ানে ৯৮ বছর বয়সী অভিনেতার শ্বাসকষ্টের সমস্যাটাও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে যেন উনি আরও কিছুদিন থাকতে পারেন আপাতত তাই চাইছে অভিনেতার পরিবার।
অন্যদিকে, দিলীপ কুমারের ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকিও সম্প্রতি জানিয়েছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন 'দিলীপ সাব'। আরও জানিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু'একদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন 'দিলীপ সাব'।অভিনেতার সুস্বাস্থ্যের কামনা করার জন্য অনুরাগীদের উদ্দেশে যে কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ কুমারের ඣপরিবারের, সেকথাও উল্লেখ করতে ভোলেননি ফারুকি।টুইটারেও দিলীপ কুমারের স্বাস্থ্যের ব্যাপারে তাঁর অনুরাগীদের আপডেট করেছেন তিনি।
গত জুন মাসে প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক𒉰্ষার মাধ্যমে জানা গেছিল দিলীপ কুমারের ২টি ফুসফুসেই জল জমে রয়েছে।🍌 যদিও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল অভিনেতার। অভিনেতার স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় শয্যাশায়ী তিনি। গত বছর দিলীপ কুমার করোনায় হারিয়েছেন তাঁর দুই ছোট ভাই আসলাম খান (৮৮) ও এহেসান খান (৯০)-কে। সেই ক🐠ারণে ২০২০-র ডিসেম্বরে জন্মদিনও পালন করেননি তিনি।