২১ শে ফেব্রুয়ারি প্রতিটি বাংলাদেশির জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা আবেগের সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভাইয়ের রক্তের বিনিময় যে দেশ মাতৃভাষাকে ফিরে পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, বাংলা যার রন্ধ্রে রন্ধ্রে সেই দেশের কাছে তো দিনটি বিশেষ হবেই। যাঁদের লড়াইয়ের জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিন তাঁদের ওজীবনে ঠিক গুরুত্বপূর্ণ সেটা ভাষায় বোঝানো যায় না। তবে কেবল বাংলাদেশ নয়, এপার বাংলার অধিবাসীরাও কম গর্বিত নয় দিনটি নিয়ে। তবে এমন দিনে দেশে নেই ꦜপ্রখ্যাত গায়িকা সাহানা বাজপেয়ী। তিনি লন্ডনে আছেন। সেখানেই বাংলাকে শ্রদ্ধা জানালেন গায়িকা।
এখন লন🐷্ডনে রয়েছেন সাহানা বাজপেয়ী। ভাষা দি💎বসের এই বিশেষ দিনে তিনি সেখানকার আলতাব আলি পার্কের শহিদ মিনারে যান। সঙ্গে ছিলেন তাঁর ছাত্র ছাত্রীরা। এই শহিদ মিনার বাংলাদেশের শহিদ মিনারের অনুকরণে তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে তাঁরা এই স্থাপত্য দেখেন এবং একই সঙ্গে শ্রদ্ধা জানান ভাষা শহিদদের।
বাংলা ভাষাকে স্মরণ করে সাহানা প্রতুল মুখোপাধ্যায়ের গানের লাইন ধার করেন। তিনি তাঁর পোস্টে এমনই এক প্রাসঙ্গিক লাইন লেখেন আমি বাংলায় গান গাই গানটির, যে ভাষার হাত ধরে তিনি গোটা পৃথিবীর কাছে পরিচিতি পেয়েছেন তাকে স্মরণ করেন এই বিশেষ দিনে। তিনি তাঁর পোস্টে লেখেন, 'আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি'। ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার দর্শন / শ্ꦿরদ্ধাজ্ঞাপন, আমার কয়েকজন ছাত্রছাত্রীর ℱসঙ্গে, যারা সোয়াস - লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ছে।'
পোস্ট থেকে জানা যায় যে তাঁর ছাত্র ছাত্রীরা সকলেই লন𝓰্ডন বিশ্ববি൩দ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করছেন। এবং ছবি দেখে এটা স্পষ্ট তাঁরা কেউই বাঙালি নন। তবে বুঝতেই পারছেন তাঁদের কাছে এই দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ।
গায়িকা তিনটি ছবি পꦛোস্ট করেন। সেখানে তাঁকে তাঁর তিন ছাত্রের সঙ্গে দেখা যায়। তাঁরা শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটা পোস্ট করেছেন। অনেকেই তাঁর পোস্টে আন্তর্জাতিক মাতৃভ🎐াষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়েছেন।