প্রভাস অভিনীত সালার পার্ট ১ সিজফায়ার মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। ২২ ডিসেম্বর, ঠিক বড়দিনের মুখে মুক্তি পেয়েছে এই ছবি। আর তারপরই বক্স অফিসে ঝড় উঠেছে যেন। এটি দক্ষিণের অ♑ন্যতম ছবি যা বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে বা এত বিপুল অঙ্কের অর্থ আয় করেছে। এই ছবির ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত সেটা এদিন প্রকাশ্যে এনেছেন ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালান।
সালার ছবির ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিস কালেকশন
ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালান এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করে জানান সালার ছবির ওয়া🌳র্ল্ড ওয়াইড কালেকশন। তিনি তাঁর টুইটে জানান যে এই ছবি রজনীকান্তের জেলার, সহ এসএস রাজামৌলির আরআরআর এবং প্রভা🧸সের বাহুবলি ২ এর সঙ্গে যুক্ত হয়েছে ৬৫০ কোটির ক্লাবে।
তাঁর পোস্ট অনুযায়ী, 'সালারꦛ ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিস। প্রভাসের সালার ৬৫০ কোটির ক্লাবে ঢুকল ১৩তম দিনে। ৬৫০ কোটির বেশি আয় করেছে যে দক্ষিণী ছবিগুলো: সালার পার্ট ১, বাহুবলি, জেলার, কেজিএꦓফ: চ্যাপ্টার ২, আরআরআর, বাহুবলি ২।'
আরও পড়ুন: ডাঙ্কিতে রোম্যান্টিক সিনের শুট হলেই ভয়ে জুবুথুবু হয়ে যেতেন 𒅌তাপসী! শাহরুখ൩কে ভয় পেতেন নাকি?
আরও পড়ুন: করিনার মতে আজকালকার অভিনেত্রীদের তুলনায় রানি-টাবু বেশি পরিশ্রমী, বললে🎀ন, 'দুঃখিত, কিন্তু এটাই...'
তিনি এদিন একই সঙ্গে তাঁর পোস্টে জানান, 'সালার প্রথম দিন ১৭৬.৫২ কোটি, দ্বিতীয় দিন ১০১.৪৯ কোটি, তৃতীয় এবং চতুর্থ দিন 𒅌৯৫.২৪ কোটি এবং ৭৬.৯১ কোটি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০.১৭ কোটি, ষষ্ঠ দিনে ৩১.৬২ কোটি, সপ্তমদিনে ২০.৭৮ কোটি টাকা আয় করেছে। ১৪.২১ কোটি আয় করেছে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১.৪৫ এবং ২৩.🔯০৯ কোটি টাকা আয় করেছে। এগারোতম দিনে ২৫.৮১ কোটি এবং বারোতম দিনে ১২.১৫ কোটি টাকা আয় করেছে। তেরো নম্বর দিনে এই ছবিটি ১১.০৭ কোটি টাকা আয় করেছে। ফলে সালার ছবিটির মোট আয় হল ৬৫৯.৪১ কোটি টাকা।'
বুধবার মনোবল আরও একটি টুইট করে জানান সালার তৃতীয় সব থেকে বেশি আয় করা তেলুগু ছবি। এর আগে রয়েছে বাহুবলি ২ এবং আরআরআর। তিনি সেজ প♔োস্টে জা𓄧নান যে দক্ষিণী হিরোদের ছবি ৬৫০ কোটি টপকেছে বিশ্বজুড়ে তাঁরা হলেন প্রভাস, রজনীকান্ত, যশ, জুনিয়র এনটিআর এবং রাম চরণ। সালার প্রসঙ্গে
সালার ছবিটি🤪র 🍰পরিচালনা করেছেন প্রশান্ত নীল। আরও ছবিতে আছেন প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারান, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।