৭৮-এ🎃র পা দিলেন বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই। ২৪ জানুয়ারি, সোমবার স্ত্রী কন্য়াকে সঙ্গে নিয়ে সংবাদ-মাধ্যমের সামনেই জন্মদিনের কেক কাটলেন পরিচালক। তাঁর জন্মদিনের পার্টিতে একে একে এসে পৌঁছলেন বলিউডের ব্যক্তিত্বরা। আলোচনা অবশ্য সেটা নিয়ে নয়। চর্চার বিষয় সুভাষ ঘাইয়ের জন্মদিনের পার্টিতে একই সঙ্গে আমন্ত্রিত এই মুহূর্তে বি-টাউনের দুই বিপরীত মেরুর মানুষ। সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন।
হ্যাঁ, ঠিকই শুনছেন। সুভাষ ঘাই-এর জন্মদিনের পার্টিই ফের একবার এক ছাদের তলায় নিয়ে এল ঐশ্বর্য-সলমনকে। ‘প্রাক্তন’ সলমন আছেন, তো কী হয়েছে, ঐশ্বর্য এলেন ‘রানি’র মতো স্বামী অভিষেকের হাত ধরে। নীল রঙের এমব্রয়ডারি করা আনারকলি স্যুটে এদিন মোহময়ী দেখা ছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। আর অভিষেক পরেছিলেন বাঁধাগলা নীল স্যুট। পার্টিতে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে স্বামী অভিষে🅷কের সঙ্গে পোজ দিলেন ঐশ্বর্য। জয়া বচ্চনও পার্টিতে উপস্থিত হয়েছিলেন, তবে তিনি দেখা করে ফিরে যান। জয়া সেখানে বেশিক্ষণ ছিলেন না সেখানে। অন্যদিকে সলমন সেই পার্টিতে ঢুকলেন বেশ দেরিতে। তাঁর পরনে কালো টি-শার্ট, বাদামি জ্যাকেট আর লাল প্যান্ট।
এ⭕তকথা জেনে সকলেরই প্রশ্ন পার্টিতে কি তবে মুখোমুখি হয়েছিলেন সলমন-ঐশ্বর্য?
নাহ, তা অবশ্য জানা নেই। পার্ট🎀ির মধ্যে ঠিক কী ঘটেছে তা স্পষ্ট নয়। তবে ২০০২ সালে বিচ্ছেদের পর কোনওদিনই আর সলমনের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি ঐশ্বর্য। খুব স্বাভাবিকভাবে একই পার্টিতে আমন্ত্রিত থাকলেও তাঁরা একে অপরকে এড়িয়েই চলবেন, সেটাই স্বাভাবিক। তবে এদিন সলমনকে সুভাষ ঘাইয়ের সঙ্গে কেক কাটতে দেখা যায়। প্রসঙ্গত, প্রসঙ্গত, ১৯৯৯ সালে সুভাষ ঘাই-এর মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'তাল'-এ অভিনয় করেছিলেন ঐশ্বর্য। আর সলমন ২০০৮ সালে সুভাষ ঘাই-এর যুবরাজ ছবিতে অভিনয় করেন।
এদিন সুভাষ ঘাই-এর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, অনিল কাপুর, অলকা ইয়াগনিক এবং মিজান জাফরি, রণিত রায়,꧋ রোহিত রায়, মহিমা চৌধুরী। সুভাষ ঘাই-এর 'পরদেশ' ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন 🤪মহিমা চৌধুরী।
৮-৯-এর দশকে বহু হিট ছবি উপহার দিয়েছেন সুভাষ ঘাই। চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা, প্রযোজনাও করেছেন। ‘ কালীচরণ’, ‘বিশ্বনাথ’, ‘কর্জ’, ‘হিরো’, ‘বিধাতা’, ‘মেরি জং’, ‘কর্ম’, ‘রাম লক্ষণ’, ‘সওদাগর’, ‘খলনায়ক’, ‘পরদেশ’ এবং ‘তাল’-এর মতো ছবি বানিয়েছেন তিনি।পরবর্তী সময়ে #MeToo আন্দোলনের সময়, একজন অজ্ঞাতনামা মহিলা পরিচালকের বিরুদ্ধে যৌন হেন๊স্থার অভিযোগ আনেন, যদিও তা প্রমাণিত হয়নি।