মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে দেখা মিলল ক্যাটরিনা কাইফ আর সলমন খানের। ‘টাইগার ৩’-র নেক্সট পার্টের শ্যুটে মুম্বই ছাড়﷽লেন দু'জন। এয়ারপোর্টে ঢোকার আগে পাপারাৎজিদের দেখে হাত নাড়তে দেখা গেল দুই অভিনেতাকেই।&nbs☂p;
ক্যাটরিনা এদিন পরেছিলেন সাদা সোয়েট শার্ট, কালো লেদারের প্যান্ট ও কালো স্নিকার্স। চুল খোলাই রেখেছিলেন তিনি। চোখে সানগ্লাস। আর সলমন কালো টি-শার্ট, নীল ডেনিমের সাথে পরেছিলেন লালা জ্যাকেট। ডিসেম্বরে ক্যা🎃টরিনার বিয়ের পর এই প্রথম একসাথে কাজ করতে চলেছেন তাঁরা।
দিল্লিতে ১০-১২ দিনের শিডিউল রয়েছে তাঁদের। ফেব্রুয়ারির শুরুতে শ্যুট হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে যায় তা। তবে করোনার তৃতীয় ঢেউ একটু স্তিমিত হতেই 🐻কাজে লেগে গিয়েছে ছবির গ🧸োটা টিম।
প্রসঙ্গত, ইতিমধ্যে টার্কি, রাশিয়া, অস্ট্রিয়াতে শ্🎃যুট করে ফেলেছেন ক্যা আর সলমন। টাইগার ফ্র্যানচাইজির তৃতীয় ছবি এটি। প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পায় ২০১২ সালে। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জ𓃲িন্দা হ্যায়’। দুটো ছবিতেই মুখ্য চরিত্রে রয়েছেন সলমন আর ক্যাট।
প্রসঙ্গত ক্যাটরিনা ডিসেম্বরে বিয়ে করলেও নিমন্ত্রন পায়নি খান পরিবারের কেউ। পরে ‘বিগ বস ১ꦯ৫’র ফাইনালে শেহনাজ গিলের সাথে কথা প্রসঙ্গে প্রথম প্রাক্তন প্রেমিকাকে বিয়ের শুভেচ্ছা জানান সলমন খান।
সলনের হ♕াত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রা💧খেন ক্যাটরিনা। দু'জনের সম্পর্কও ছিল সেইসময়। যদিও পরে বিচ্ছেদ হয় তাঁদের। রণবীরের প্রেমে পড়েন নায়িকা। তারপর প্রেম করে বিয়ে ভিকির সাথে। ক্যাটের পর ইয়ুলিয়ার সাথে সলমনের নাম জড়িয়েছে।