বলিউডের ভাইজান সলমন খানের ভক্ত সংখ্যা অগণিত। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পেলে অনেকেই সেলফি তোলার আবদার করেন। তেমনি ভক্তদের আবদার মিটিয়ে প্রায়শই সেল🍒ফি তুলতে এগিয়ে আসেন সেলেবরাও।ꦉ বিমানবন্দরে হেঁটে আসছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। তাঁকে ঘিরে রেখেছিলেন নিরাপত্তা রক্ষীরা। সেই সময় এক ভক্তের কারণে আচমকা ঘটে যায় এক বিপত্তি।
এমনিতে কোনও ভক্ত সেলফি তুলতে এলে তাঁর আবদারে কখনও না বলেন না ভাইজান। কিন্তু এ দিন বিমানবন্দরে সলমনকে দেখে এক ভক্ত সেলফি তোলার চেষ্টা করায় রীতিমতো চটে গেলেন অভিনেতা। ভক্তর দিকে আঙুল তুলে চোখ পাকিয়ে তাকালেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন সলমন। পার্কিংলটে হাঁটার সময় এক ভক্ত তাঁর ফোন ক্যামেরা দিয়ে রেকর্ড করতে শুরু করেন সলমনকে। ব্যস, তা সলমনের নজরে পড়তেই বিপত্তি। আরও পড়ুন: থিম রেখেছেন ‘মহাকাশ’, ছেলের অন্নপ্রাশন♌ের জ🎉ন্য কোন বিশেষ আয়োজন করলেন অনীক
ভক্তর কাণ্ড দেখে সলমꦛন রীতিমতো চটে যান অভিনেতা। এরপরই ভক্তের উপর চিল চিৎকার শুরু করেন। রীতিমতো তেড়ে উঠে ওই ভক্তকে ছবি তুলতে বারণ করেন। এখানেই শেষ নয়, তাঁর টিমের সদস্যরাও ওই ভক্তকেಞ ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, অনুরাগীদের ভালোবাসায় সব সময় ঘিরে থাকেন সলমন খান। সদ্য জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে ফাটিয়ে সেꦺলিব্রেশন করতে দেখা গিয়েছিল তাঁকে। সেলিব্রেশন পার্ট টু-এ ফের একবার জামনগর পৌঁছেছিলেন শাহরুখ খান, রণবীর সিং, সলমন খান, অরিজিৎ সিং, চর্চিত প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে জাহ্ꦫনবী কাপুর।
অনুষ্⛦ঠানে ‘তেরি মেরি প্রেম কাহানি’ থেকে ‘তেরে মস্ত মস্ত দো ন্যান’, ‘জগ ঘুমেয়া’ থেকে ‘সুলতান’, ‘চাঁন্দ ছুপা বাদাল ম্যাঁয়’ থেকে ‘হাম দিল দে চুকে সনম’ সহ নিজের হিট সিনেমার আরও অনেক গানে নেচে ফাটিয়েছেন সলমন খান। শুধু নেচে-গেয়েই নয়, ভক্তদের সঙ্গেও খানিকটা সময় কাটিয়েছেন সাল্লু ভাই। জামনগর থেকে মুম🎉্বই ফেরার পথে জামনগর বিমানবন্দরে অভিনেতাকে ঘিরে ধরেছিলেন ভক্তরা। বিমানবন্দরে কয়েকটি শিশুও ছিলেন যারা ভাইজানের সঙ্গে ছবি সেলফি তোলার আবদার করেছিলেন, তাঁদের সঙ্গেও ছবি তুলতে ভোলেননি সলমন। এক খুদেকে কাছে ডেকে আদর করছেন ভাইজান। সেই সলমনই যে ভক্তর উপর এরকম চড়াও হতে পারেন, তা দেখে হতাশ তাঁর অনুরাগীরা।
যদিও ‘সেলফি কাণ্ড’-এর আগেও একা✱ধিকবার ঘটিয়েছেন সলমন। প্রাণনাশের হুমকি পাওয়ার দরুন সলমনের আশপাশে নিরাপত্তা আগে থেকে আরও কড়া করা হয়েছে। নিরাপত্তা গণ্ডি পেরিয়ে সহজে সলমনের কাছে আসতেও পারেন না তাঁর ভক্তরা।