ওমরাহ করতে গিয়েছিলেন প💯্রাক্তন অভিনেত্রী সানা খান এবং তাঁর স্বামী আনাস সইয়াদ। রবিবার ইনস্টাগ্রামে সেই ঝলক শেয়ার করেছেন সানা। জানিয়েছেন, 'এই ওমরাহ একটু বিশেষ'। দম্পতি পোস্টট🃏ি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটিজেনের ধারণা তাঁরা সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রথম ছবিতে দম্পতি কাউচে বসে ক্যামেরার দিকে পোজ দিতে দেখা 𝕴গিয়েছে। পরের ছবিতে বিমানে ভিআইপি সিটে বসে দুজনে। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব খুশি। এই ওমরাহ কিছু কারণে খুবই বিশেষ, যা ইনশাআল্লাহ আমি শীঘ্রই সবার সঙ্গে ভাগ করে নেব। আল্লাহ যেন সহজ করে দেন’।
পেস্টের কমেন্টে নেটিজেনের মন্তব্য, ‘তোমরা বাবা-মা হচ্ছো?’ কেউ লিখেছেন, ‘তুমি মা হচ্ছো? তাই এই উমরাহটা এত বিশেষ?’ কেউ লেখেন, ‘মনে হচ্ছে শীঘ্রই কোল আলো করে একজন আসছে, অনেক অনেক শুভেচ্ছা’। আরও পড়ুন: ‘তোমার কথা খুব মনে পরে’, কৌশানির মায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট বনি সেনগুপ্তর
গত বছর সানা তাঁর স্বামী সইয়াদের সঙ্গে প্রথমবার হজ করতে গিয়েছিলেন। মক্কা থেকে একের পর এক ছবি শেয়ার করেছিলেন প্রাক্তন অভিনেত্রী। ২০০৭ সালে ‘ধন ধনা ধন গোল’ ছবির হাত ধরে লাইমলাইটে আসেন সানা খান। ছবিটি সফল হয়নি। কিন্তু ওই ছবির একটি গানে প্রচুর 🌠জনপ্রিয়তা পান সানা।
হিন্দি, তামিল, তেলুগু-সহ মোট পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা। ৫০টিরও বেশি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন তিনি। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হাল্লা বোল’-এর꧙ তো ছবিতে অভিনয় করেছেন সানা। অক্ষয় কুমার, সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান সহ অনেক নামী তারকার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন তিনি।
ধর্ম বিশ্বাসে আঘাত হানছে শোবিজ জগত, তাই 🐼আচমকাই অভিনয় দুনিয়া থেকে সন্ন্যাস নিয়েছিলেন সানা খান। এরই মাস কয়েকের মধ্যেই বিগ বস খ্যাত এই অভিনেত্রী বিয়ে করেন এক ধর্মগুরুকে। প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে।
এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হিরে ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন তিনি। উল্লেখ্য, ২০ নভেম্বর আনাস সইয়াদ💛ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সলমন খানের এককালের সহ অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সইয়াদ সানা খান।