সারেগামাপা-র গ্র্যান্ড প্রিমিয়ারেই নজর কেড়েছিল বন🅘গাঁর মেয়ে সৃজিতা। এই কিশোরী কন্যের সুর মন জিতে নিয়েছে বিচারকদের। দর্শকও মুগ্ধ সৃজিতায়। এবার জি বাংলার গানের শো-তে বড় সুযোগ এল সৃজিতার কাছে। চলতি সপ্তাহে শ্রীরাধা মুখোপাধ্যায়ের মতো গুণী শিল্পীর সঙ্গে ডুয়েট গাওয়ার সুযোগ পেয়েছে সৃজিতা।
‘বাঁশি শুনে কি ঘরে থাকা যায়…’, আশ ভোঁসলের এই কালজয়ী গান পারফর্ম করতে শোনা যাবে শ্রীরাধা-সৃজিতাকে। দুজনের যুগলবন্দি শু💃নে মুগ্ধ বিচারকরা। প্রশংসায় পঞ্চমুখ শান্তনু মৈত্র, কৌশিকিরা। পারফরম্যান্স শেষে সৃজিতাকে বুকে টানলেন শ্রীরাধা।
চলতি সপ্তাহে সারেগামাপা-র মঞ্চে তারকার মেলা। এক কথায় চাঁদের হাট। সব প্রতিযোগিরাই গাইবেন তাঁ🅠দের পছন্দের শিল্পীদের সঙ্গে। এই সপ্তাহে সপ্তপর্ণীর সঙ্গ দেবের রূপঙ্কর বাগচি। সিধু ও পটা আসছেন বনশ্রীর সঙ্গে বাজিমাত কর🐷তে, ওড়িশার সাঁই-এর গাওয়া ‘নয়না ঠগলেঙ্গে’র সঙ্গে লালন ফকিরকে মেলাবেন বাংলার কার্তিক দাস বাউল।
সপ্তপর্ণীর প্রশংসায় পঞ্চমুখ রূপঙ্ক♔র। বললেন, ‘আমি ওর গুরু তো নই, কিন্তু চেষ্টা করেছি ওর সাথে তাল মিলিয়ে গাওয়ার। অসাধারণ একজন শিল্পী’। রূপঙ্করের মতো নামী শিল⛦্পীর সঙ্গে গাইতে গিয়ে একটু নাভার্স গায়িকা, তবে সেরাটা দিয়েছেন সপ্তপর্ণী।
এই সপ্তাহে আরাত্রিকার পারফরম্যান্সে বড় চমক থাকছে। অভিনেতা গৌতম হালদারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা যাবে তাঁকে। গৌতম হালদারের কবিতাপাঠের সঙ্গে আরাত্রিকার গণ💦সংগীতের যুগলবন্দির দিকে তাকিয়ে দর্শক।
জাভেদ আলি এবং জোজোর টিমের অন্যতম সেনৈক আরাত্রিকা। শো👍ষিত-বঞ্চিতদের কথা গানে গানে তুলে ধরে বিচারকমণ্ডলী থেকে দর্শক সবার মন এক লহমায় জিতে নিয়েছে সে। এই সপ্তাহে🐭ও চমকে দিতে তৈরি সে। আসামের ভূমিপুত্র যুগলের কন্ঠে এই সপ্তাহে শোনা যাবে ‘উরি উরি যায়’। গুজরাতের ফোকের সঙ্গে আসামের বিহু- মিলে মিশে একাকার এই গানে।
এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গ𝓡ান, যোগ্য সম্মান।' এবারও সঞ্চালকের আসনে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এবার জুটিতে দেখা যাচ্ছে বিচারকদের। বিচারকের আসনে থাকছেন জাভেদ আলি ও জোজো মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, কৌশিকি চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, অন্তরা মৈত্র ও শান্তনু মৈত্র। প্রসঙ্গত গত সিজনে বিজয়ীর শিরোপা উঠেছিল পদ্মপলাশের মুকুটে। দ্বিতীয় হন অ্যালবার্ট কাবো। এই সিজনে কার হাতে উঠবে ট্রফি, সেটাই এখন দেখবার। প্রসঙ্গত, প্রতি শনি ও রবিবার রাত ৯.৩০টায় দেখা যাচ্ছে সারেগামাপা।