দাদাগিরি শেষ হয়ে, জি বাংলায় শুরু হয়েছে বাংলা সারেগামাপা। সুরের প্রতিযোগিতা মন কেড়ে নিয়েছে দর্শককূলের। সারেগܫামাপা লেজেন্ডস নিয়ে চর্চা শুরু হওয়ার আগে থেকেই। এমনিতেই আবির চট্টোপাধ্যায়কে সঞ্চালকের আসন থেকে সরিয়ে দিয়েছেন অনির্বাণ। তাঁর কাঁধেই এবার গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব।
সম্প্রতি একটি প্রোমো শেয়ার করা হয়েছে জি বাংলার ইনস্টাগ্রাম পেজে। সেখানে দেখা যাচ্ছে, সারেগামাপা-র মঞ্চে অনির্বাণ ভ⛦ট্টাচার্যের গলায় গান শুনে যাকে বলে মন্ত্রমুগ্ধ অভিজিৎ ভট্টাচার্য। প্রথমে একটা লাইন গেয়েই থেমে যান অনির্বাণ। আরও একটু শুনতে চান অভিজিত, তাতে জিভ কেটে অভিনেতা বলেন, ‘না না… আপনি স্🦄টেজে থাকতে…’।
আরও পড়ুন: ৫🔯 এপিসোডের জন্য ‘ঘুষ লাগবে’ ২ লাখ! সারেগামাপা নিয়ে উঠল নতুন দুর্নীতির অভিযোগ
এরপর অভিজিৎ বলেন, ‘আমি তো কানপ🧸ুর থেকে এদিকে এসেছি, তুমি এদিককারই। একটা লাইন গাও।’ তারপর অনির্বাণ গান ধরেন, ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’। মুকুল দত্তের লেখা, কিশোর কুমারের গাওয়া ও সুর করা গানটির সুরেলা পরিবেশন মন মুগ্ধ করে অভিজিতেরও।
প্রতি শনি এব⛎ং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যাবে বাংলা সারেগামাপা লেজেন্ডস। স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের গান শোনা যাবে। বরাবরই দর্𒁃শকদের মধ্যে জনপ্রিয় এটি। আশা করা যাচ্ছে, এবারেও তা থাকবে টিআরপি-তে পয়লা নম্বরে।
আরও পড়ুন: সা𒆙রেগামাপার অডিশনে গান না শুনে আড্ডা! অভিযোগ উঠতেই গৌরব বললেন, ‘প্রমাণ🅺িত হলে…’
কদিন আগে বড় বিতর্কে জড়িয়েছিলেন গায়ক অভিজিৎ। সুপারস্টার সিঙ্গারের এপিসোডে একেবারে মারামারি কাটাকাটি ঝগড়া হয় তাঁর নেহা কাক্করের সঙ্গে। এক প্রতিযোগীর গান শুনে মন্তব্য করার সময় অ♑ভিজিৎ বলে বসেন, বিয়েবাড়িতে ♔গান গাওয়া মানে হল অকাত নষ্ট। অভিজিৎ বলেছিলেন, ‘এক কোটি টাকা দিয়ে বিয়ে বাড়িতে গাওয়া কোনও বড় ব্যাপার নয়। এক কোটি টাকার অফার ফেরানো হল গায়কের আসল অকাত।’ আর এই মন্তব্যের পর তাঁকে একপ্রকার তুলোধনা করে নেটিজেনরা ও সংগীত জগতের কিছু তারকারাও।
বিতর্কের দিক থেকে কিন্তু পিছিয়ে নেই সারেগামাপা-ও। কদিন আগেই এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেন, ৫ এপিসোডের জন্য তাঁর কাছে ২ লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছে। এর কদিন আগে আবার এক ব্যক্তি সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন, অডিশন নেওয়ার সময় গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না প্রতিযোগীদের গান। বরং বিচারকরা নিজেদের মধ্যে ব্যস্💞ত থাকছেন গল্প-আড্ডায়।