এবারের বাংলা সারেগামাপা জমে উঠেছে। আর স☂েখানেই অল্প দিনে নজর কেড়েছেন খুদে কমরেড আরাত্রিকা। এবার তিনি আসন্ন পর্বে গাইতে চলেছেন ভূপেন হাজারিকার গাওয়া চিরস্মরণীয় গান বিস্তীর্ণ দুপারে। সেটারই ঝলক প্রকাশ্যে আনা হল এদিন।
আরও পড়ুন: 'মুম্বইয়ের বন্ধুদ🐈ের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছে', আরজি কর কাণ্ডে পথে নেমে🌠ই প্রতিক্রিয়া অনীকের
সারেগামাপার নতুন প্রোমো
এদিন সারেগামাপার তরফে যে নতুন প্রোমো আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরাত্রিকা ভূﷺপেন হাজারিকার জনপ্রিয় গান গাইছেন। আরাত্রিকা বারংবার প্রতিবাদী, মানুষের গান গেয়ে এসেছেন এই মঞ্চে এদিনও তার অন্যথা হল না। তাঁকে এদিন বিস্তীর্ণ দুপাড়ে অসংখ্য মানুষের গানটি গাইতে দেখা যায়। সঙ্গে অন্যান্য বাদ্যযন্ত্রের পাশাপাশি জলকে নেড়ে ঘেঁটে, তাতে শব্দ করে বিভিন্ন মিউজিক তৈরি করতে দেখা যায় বাদ্যযন্ত্রকারদের। আর এটা দেখেই মুগ্ধ হয়েছেন সকলেই।
আরাত্রিꦫকার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন বিচারকরা। কৌশিকী তো উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ওঠেন। বলেন, 🌌'অনবদ্য, ভীষণ সুন্দর!' জোজো, জাভেদ আলি, ইমন চক্রবর্তীকেও প্রশংসা করতে দেখা যায় তাঁর।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী,🎐 জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানাবেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বাঁধবেন? তাহলে জানা জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব বাঁধবেন জুটি। আর চত🧸ুর্থ দল বানাবেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও থাকবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: রাখির বাজারেও স্ত্রী ২ -র ⭕রমরমা! সোমবার ৩৮ কোটি আয় শ্রদ্ধার ছবির, কী অবস্থা 'খেল খেল মꦍে - বেদা'র?
আরও পড়ুন: ঋতܫাভরীদের পরিবারে শোকের ছায়া, প্রয𝕴়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী