শুরু থেকেই চরꦫ্চায় সারেগামাপা। জি বাংলার এই মিউজিক রিয়ালিটি শো-এর বিরুদ্ধে শুরুতেই অভিযোগ উঠেছিল ট🐻াকা নিয়ে সুযোগ পাইয়ে দেওয়ার। অনেকে আবার এই শো-এর নামে স্বজনপোষণের অভিযোগও করে থাকেন। তবে তৃষার গল্প সবাইকে অবাক করবে!
সারেগামাপা-র মঞ্চে আগেও বহুবার দেখা মিলেছে তাঁর। রথীজিৎ ভট্টাচার্যের ছাত্রী দুর্গানগরের তৃষা। সারেগামাপা-♛র মঞ্চে এর আগের বেশ কয়🀅েকটি সিজনে কোরাস গেয়েছে সে। কিন্তু এবার সব লাইমলাইট ছিল তাঁর উপর। সারেগামাপা-র সেরা ৩০-এ নির্বাচিত হয়ে মূল মঞ্চে পৌঁছেছিল সে। কিন্তু শেষরক্ষা হয়নি।
মূল পর্বে পৌঁছাতে রহনা হ্যায় তেরে দিলমে ছবির ꦡ‘জরা জরা’ গানটি বেছেছিল গায়িকা। বাধ সাধেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আসে বাংলা গান গাওয়ার নির্দেশ। সেই মতো ‘তুমি কত যে দূরে’ গেয়ে শোনায় দুর্গানগরের মেয়ে। তবে দুর্ভাগ্যবশত চার বিচারক জুটির তরফেই আসে রেড সিগন্যাল।💝 তাঁর গান মন ভরাতে পারেনি কৌশিকি, ইমন-জাভেদ-রাঘবদের।
বাদ পড়ে ফেসবুকে লম্বা পোস্ট লেখেন তৃষা। তবে বিচারকদের নামে কোনও অভিযোগ নেই ঘরের মেয়ের। ফেসবুকে সে লেখে, 'গ্র্যান্ড অডিশন থেকে এলিমিনেট হয়েছি তাতে কষ্ট পাইনি বললে ভুল হবে। অনেক কষ্ট পেয়ছি, তবে তার থেকেও বেশি মোটিভেশন আর সাহস পেয়েছি আরও আগে এগিয়ে যাওয়ার। আমি অডিশনের 🐻দিন আর একটা গান গেয়েছিলাম, জরা জরা, রহনা হ্যায় তেরে দিলমে ছবির। সেটা কোনও কারণে টিভিতে দেখানো হয়নি। আমি কাউকে দোষ দিতে আসিনি।
আমি সেই দলে না যাꦗরা সিলেকশন না হলে শো-এর আর চ্যানেলের নামে বদনাম করে নিজেদের ভালো প্রমাণ করবে। এই স্টেজ আর এই শো আমার পরিবার। এর থেকে আমি কতো কিছু পেয়েছি এবং কত কিছু শিখেছি সেটা আমি কখনও ভুলে যাব না'।
এরপর তৃষা আরও লেখেন, ‘হাজার হাজার প্রতিযোগির মধ্যে ৫টা অডিশন পার করে সেরা ৩০-এ যেতে পেরেছি। এত গুণী গ্রুমার থেকে কত কিছু শিখতে পরেেছি। সামনে ৮ জন গুণী বিচারক ছিলেন, ত💎াঁদের সামনে আমার গান শোনাতে পেরেছি। এগুলো আমার কাছে অনেকটা পাওয়াꦛ। আমার জন্য সবার চেয়ে বেশি জরুরি আমার গুরু রথীজিৎ ভট্টচার্য এবং গুরু মা শ্রেয়া ভট্টাচার্যের আর্শীবাদ… হয়ত ওটা খারাপ দিন ছিল। আমি আরও শক্তিশালী হয়ে ফিরব’।
রথীজিৎ এই শো-এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু তৃষা সিলেকশনকে প্রভাবিত করেনি তাঁর উপস্থিতি। বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান, তৃষার😼 ভয়েস টেক্সচার খুব সুন্দর, তবে এক্সপ্রেশনের উপর আরেকটু কাজ করতে হবে। ভবিষ্যতে তৃষার সঙ্গে কাজ🌼 করার আশ্বাসবাণীও দেন তিনি।