কুণাল খেমুর বাবা কে? একাধিক দাবিদারদের মধ্যে অন্যতম হলেন সতীশ কৌশিক। হ্যাঁ, তিনি আর ইহজগতে না থাকলেও তাঁর ღকাজ থেকে গিয়েছে। আর তেমনই এক কাজ তাঁর মৃত্যুর পর ১৭ মার্চ মুক্তি পেতে চলেছে। ডিজনি প্লাস হটস্টারে আসছে পপ কৌন। সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সতীশ কৌশিককে। এই সিরিজটি ফাহাদ সামজির তৈরি করা। এখানে প্রয়াত অভিনেতাকে কার্তার সিংয়ের চরিত্রে দেখা যাবে।
৯ মার্চ ভোর রাতে আচমকাই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সতীশ কৌশিকের। দিল্লিতে ছিলেন তখন তিনি। এরপর সেদিন ময়নাতদন্ত হওয়ার পর তাঁর মরদেহ মুম্বইতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই অভিনেতাকে আগামীতে ওয়েব সিরিজ, পপꦇ কৌনে দেখা যেতে চলেছে।
ট্রেলারে দেখা যাবে কুণাল🧔 খেমু নিজেকে ব্রিজ কিশোর ত্রিবেদীর ছেলে হিসেবে জাহির করছেন যিনি কিনা এখন রাজনৈতিক নেতা। কিন্তু আচমকাই😼 তিনি জানতে পারবেন ব্রিজ কিশোরের নিজের সন্তান নন তিনি। এর ফলে তাঁর হবু বউ নূপুর শ্যাননের বাবা তাঁদের বিয়ে ক্যানসেল করে দেন। এবং জানান যতক্ষণ না অভিনেতা তাঁর বাবার নাম জানতে পারছেন ততক্ষণ এই বিয়ে হবে না। এখানে ব্রিজ কিশোরের চরিত্রে জনি লিভার এবং নূপুর শ্যাননের বাবার চরিত্রে সৌরভ শুক্লাকে দেখা যাবে।
এটি একটি কমেডি ঘরানার সিরিজ। আলাদা রকমের রগড় দেখা যাবে এখানে। বাবাকে তাই নিয়ে চলবে বিস্তর কাটাছেঁড়া। এখানে জন🌳ি লিভারের কন্যা জ্যামি লিভারকে দেখা যেতে চলেছে।
কুণাল এই সিরিজের ট্রেলার শেয়ার করে সতীশকে শ্রদ্ধা জানিয়েছেন লেজেন্ড অব কমেডি বলে। তিনি লেখেন, 'লেজেন্ড অব কমেডিকে স্যালুট। সতীশ কুমারজি🍸 বহু বছর ধরে আমাদের হাসিয়ে এসেছেন। পপ কৌন সিরিজের সমস্ত পর্ব আগামী ১৭ মার্চ থেকে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।' তাঁর শ্যালিকা সাবা আলি খান এখানে কমেন্ট করে লেখেন, 'বাহ ভালো লাগল। আমি নিশ্চিত ওঁকে সবাই খুব মিস করবেন সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম।' আরেক ব্যক্তি লেখেন, 'আমি সত্যি সতীশ কৌশিক স্যারকে মিস করব। উনি একজন লেজেন্ড ছিলেন। আমাদের মুখে হাসি ফোটাতেন উনি। অনেক ভালোবাসা রইল।'