লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের তরফে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ‘পার্দো আল্লা কেরিয়ারে’ ভূষিত হতে চলেছেন শাহরুখ খান। মঙ্গলবার উদ্যোক্তরা ঘোষণা করেছেন যে, এই পুরস্কারটি বলিউড সুপারস্টা🐻রের 'ভারতীয🎀় চলচ্চিত্রে অসাধারণ সাফল্য' উদযাপন করবে।
শাহরুখ খান খান ১০ আগস্ট পিয়াজা গ্রান্ড-এ এই পুরস্কার গ্রহণ করবেন। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তাঁর অন্যতম জনপ্রিয় ছবি দেবদাসও দেখানো হবে এই উৎসবে। ১১ আগস্ট Forum @Spazio সিনেমায় উপস্থিত থাকবেন শাহরুখ কথোপকথন﷽ের জন্য।
আরও পড়ুন: বড় চমক ডায়মন্ড দিদি জিন্দাবাদে! জঙ্গিদের সঙ্গে জড়িয়ে♊ য൲াবে নায়িকা, নেপথ্যে নায়ক
লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ নাজারো বলেন, ‘লোকার্নোতে শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তিকে স্বাগত জানানো, স্বপ্ন সত্যি হওয়ার মতো। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের অভূতপূর্ব। খান এমন একজন রাজা যার মাথার মুকুট এখনও অব্যাহত। তিনি এমন এক শিল্পী, যিনি নিܫজের অভিনয় ক্ষমতাকে সবসময় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা তাঁর সিনেমার জন্য অধীরে অপেক্ষা করে থাকে। একজন সত্যিকারের ‘জনগণের নায়ক’ (মাস হিরো), ডাউন টু আর্থ মানুষ, আমাদের সময়ের একজন কিংবদন্তি।’
অতীতে এই পুরস্কার প্রাপকদের তাল💮িকায় রয়েছেন, সাই মিং🍰-লিয়াং, ক্লডিয়া কার্ডিনাল, জনি টো, ফ্রান্সেসকো রোজি, হ্যারি বেলাফন্টে এবং জেন বার্কিন।
শাহরুখের জন্য ২০২৩ সাল 🌌একটি ব্লকবাস্টার বছর ছিল। এই বছর পরপর তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। যশরাজ ফিল্মসের ঠান দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন এবং পরে জওয়ানের জন্য অ্যাটলির সঙ্গে জুটি বেধেছিলেন। দুটি ছবিই ব্লকবাস্টার ছিল এবং বক্স অফিসে রেকর্ড করেছিল। সেই বছরের সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে হয়ে ওঠে ছবি দুটি। শাহরুখের ২০২৩ সালের শেষ ও তৃতীয় ছবি ছিল রাজকুমার হিরানির ডাঙ্কি।
আপাতত নতুন🍬 কোনও প্রোজেক্টের ঘোষণা করেননি বাদশা। তবে খবর, তাঁকে এরপর দেকা যাবে মেয়ে সুহানা খানের সঙ্গে।🐠