বলিউডের কিং খান তিনি। ভারতীয় তারকাদের বেতাজ বাদশা। দীর্ঘ কেরিয়ারে দর্শকদের আটকে রেখেছেন শাহরুখ খান নি♕জের সঙ্গে আষ্টেপৃষ্ঠে। 'পাঠান' অভিনেতা, চলচ্চিত্র জগত থেকে প্রায় পাঁচ বছরের ব্রেক নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান মুখ খুললেন তা নিয়ে।
সাংবাদিক রিচার্ড কোয়েস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে, শাহরুখ খান স্বীকার করেছেন যে তিনি পরপর বেশ কয়েকটি বড়-বাজেটের ফ্লপ দিয়েছেন। আর তারপর নিজেই মলম লাগিয়েছেন নিজের ক্ষতে। ত🅠ারপর সিনেমা শিল্পে কামব্যাকের আগে চাননি কামব্যাক নিয়ে বড় কোনও পরিকল্পনা ও সেই সিনেমাগুলির আউটপুট নিয়ে প্রলুব্ধ হতে।
আরও বিশদভাবে, 'জওয়ান' অভিনেতা যোগ করেছেন যে, তিনি🎃 সেই সময়টায় আত্ম-প্রতিফলন এবং নিরাময়ের প্রক্রিয়ায় নিযꦬুক্ত ছিলেন। কাজ নিয়ে ভাবনাচিন্তা দূরে রেখে সটান ঢুকে পড়েছিলেন রান্নাঘরে। এসআরকে-র দাবি, পিজ্জা তৈরিতে দক্ষতা বাড়িয়ে নিয়েছিলেন। একটা গোল বেস তৈরিতে তাঁর জুরি মেলা ভার। কিং খানের দাবি, উৎসাহ পেয়েছিলেন নিজের ৩ সন্তান ও পরিবারের লোকজনদের থেকে।
আরও পড়ুন: বিয়ের ১ বছরে ডিভোর্স সলমনের বোনকে༒, এবার কৃতির সঙ্গে মার্চে গাঁটছড়া পুলকিতের?
বক্স অফিসে পরপর ব্যর্থতা পেয়েছি🎐ল রইস, ডিয়ার জিন্দেগি, ফ্যান, দিলওয়ালে, হ্যাপি নিউ ইয়ারের মতো সিনেমা। তবে জিরো বক্স অফিসে ধাক্কা খেয়েছিল সবচেয়ে বেশি। আর তারপরই নিজেকে বলিউড থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি।
২০২৩ সালে কামব্যাক করলেন তিনটি সিনেমা দিয়ে। হয়তো ২০২২ সালেই আসত♎ শাহরুখের কামব্যাক ফিল্ম। তবে করোনা মহামারী আর তারপর আরিয়ান খানের মাদক মামলায় নাম জড়ানোয় পিছিয়ে য🍬ায় কাজ। তবে ধামাকা এন্ট্রি নিয়েই নিয়েছেন তিনি।
বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল পাঠান। বক্স অফিসে ব্যবসা করেছিল ১০০০ কোটির বেশি। এরপর অগস্ট মাসে মুক্তি পায়♉ জওয়ান, সেই ছবিটিও প্রবেশ করে ১০০০ কোটির ঘরে। ডিসেম্বরে মুক্তি পায় ডাঙ্কি। তবে সেটি মাঝারি আয় করে। এখনও টপকাতে পার🎃েনি ৫০০ কোটির ঘর।
শাহরুখ খানের পরবর্তী প্রোজেক্ট:
কিং খান ঘনিষ্ঠ এক সূ𝔉ত্র এর আগে জানিয়েছিল, ‘শাহরুখের হাতে রয়েছে কিছু স্ক্রিপ্ট। সব ঠিক থাকলে ২০২৪ সালেই তিনটি ব্লকবাস্টারের ঘ🦩োষণা করে দেবেন। তারপর একে একেশুরু করবেন সেগুলির শ্যুট।’ এমনকী সঞ্জয় লীলা বনশালির ইনশাল্লাহ, যেটিতে সলমন খানের কাজ করার কথা ছিল আগে। সেটিতে থাকতে পারেন শাহরুখ।