রাষ্ট্রপতি ভবনে দেখানো হতে চলেছে শাহরুখের 'ডাঙ্কি'। ২৪ ডিসেম্বর রয়েছে 'ডাঙ্কি'-র এই বিশেষ স্ক্রিনিং। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই কমেডি ছবিটি অবৈধ অভিবাসন সমস্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা সত্যিই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তাই এই ছবি সংসদীয় কর্তৃপক্ষ🃏ের অবশ্যই দেখা উচিত বলে মনে করা হচ্ছে। আর এই কারণেই রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে ‘ডাঙ্কি’র বিশেষ প্রদর্শন।
ANI সূত্রে খবর, ২৪ ডিসেম্ব🙈র রাষ্ট্রপতি ভবনে ডাঙ্কি’র বিশেষ প্রদর্শনের সময় উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী। অনেকেরই দাবি, এই ছবিতে এমন একটা সমস্যার কথা উঠে এসেছে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই এই ছবি প্রত্যেকেরই দেখা উচিত। এদিকে ইতিমধ্যেই শাহরুখ অনুরাগীরা 'ডাঙ্কি'কে করমুক্তি (TAX FREE)র দাবি তুলেছেন।
আরও পড়ুন-পিয়ার সঙ্♔গে আবারও একটা 'বড়দিন',✃ রিসেপশনের আগে Look-টাই বদলে ফেললেন পরমব্রত
আরও পড়ুন-‘ঠিক যেন ষোড়শী’! ই🧸উনিফর্ম পরে আরও একবার স্কুলের 🌄দিনগুলিতে ফিরলেন শ্রীলেখা
প্রসঙ্গত, ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর, 'ডাঙ্🤪কি' নিয়ে হাজির শাহরুখ খান। চলতি বছরে(২০২৩)এটা কিং খানের তৃতীয় ছবি। ২১ ডিসেম্বর গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি। এই কমেডি নাটকটি অবৈধ অভিবাসন সমস্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রাজকুমার হিরানির এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পন্নু, অনিল গ্রোভার, বিক্রম কোচ্চর, এবং বোমান ইরানি, রয়েছেন ভিকি কৌশলও।
প্রসঙ্গত, যদি 'ডাঙ্কি'র বক্স অফিস চোখ রাখা যꦬায়, তাহলে জানা যাচ্ছে, গত তিনদিনে ‘ডাঙ্কি’র মবিশ্বব্যাপী আয় ১৫০ কোটি টাকা এবং ভারতে এই ছবির আয় ৭৫ কোটি টাকা। ফিল্মটি তার প্রথম 🔯দিনে ২৯.২০ কোটি দ্বিতীয় দিনে ২০.১২ কোটিএবং তৃতীয় দিনে ২৬ কোটি টাকা আয় করেছে।
এদিকে মুন্না ভাই এমবিবিএস (২০০৩), লা♔গে রাহো মুন্না ভাই (২০০৬), 3 ইডিয়টস (২০০৯), পিকে (২০১৪), এবং সঞ্জু (২০১৮) র পরে 'ডাঙ্কি' রাজকুমার হিরানির পঞ্চম ছবি। আর কিং খান শাহরুখের সঙ্গে এটা তাঁর প্রথম ছবি।