পরিচালক শেখর কাপুরের সিনেমা ‘হোয়াট'স লাভ গট টু ডু উইথ ইট’ যুক্তরাজ্যের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নয়টি বিভাগে মনোনীত হয়েছে। রোমান্টিক কমেডি ঘরনার এ🔯ই ছবিটি সেরা ব্রিটিশ চলচ্চিত্র, শেখরের জন্য সেরা পরিচালক এবং লিলি জেমসের জন্য সেরা অভিনেত্রী সহ সমস্ত প্রধান সারির পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাজাদ লতিফ, শাবানা আজমি 🅘এবং এমা থম্পসন। এবং অতিথি চরিত্রে দেখা মিলেছে সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলি খানে খানের।
‘হোয়াট'স লাভ গট টু ডু উইথ ইট’ এছাড়াও মনোনয়ন পেয়েছে অসীম চৌধুরীর জন্য সেরা সহায়ক অভিনেতা, থম্পসনের জন্য সেরা সহকারী অভিনেত্রী, সেরা স্বাধীন চলচ্চিত্র, জেমিমা খౠানের জন্য সেরা চিত্রনাট্য, সেরা কমেডি এবং সেরা প্রযোজক (নিকি কেনটিশ বার্নস, টিম বেভান, এরিক ফেলনার, জেমিমা খান)-এর মতো ক্যাটাগরিতে।
সোশ্যাল মিডিয়ায় এই সুসংবাদ 🧸শেয়ার করে নিতেই শেখর কাপুরকে শুভেচ্ছা জানিয়েছেন মনোজ বাজপেয়ী-সহ একাধিক তারকা। শুভেচ্ছাবার্তা এসেছে ভক্তদের থেকেও। শেখর ১৯৮৩ সালে ‘মাসুম’ দিয়ে পকরিচালনার কাজ শুরু করেন। তবে তাঁকে প্রথম হিট দেয় তাঁর ১৯৯৪-এর ছবি ‘ব্যান্ডিট কুইন’।
শেখর পরিচালকের পাশাপাশি সফল অভিনেতা। হাত পাকিয়েছেন প্রযোজনাতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখর মাসুম ২ বানানোর ইচ্ছেপ্রকাশ করেছেন। সঙ্গে এই প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফ্যান্টাসি ঘরানার সিনেমার পরিচালনার বিষয়েও কথা বলেছিলেন। জানিয়েছিলেন, ‘আমি আসলে একটি প্রকল্পের পরিকল্পনা করছি, যা হ্যারি পটারের কিছু। একই ধারা। হ্যারি পটারের ঘরানার কারণ আমি মনে করি ভারতে, আমরা এই ধরনের সিনেমার সঙ্গে অভ্যস্ত। আমরা এই ধরনের গল্প নিয়েই বড় হয়েছি। আমি এখন এই ভাবনাচিন্তা নিয়েই এগোচ্ছি এবং সম্ভবত হ্যারি পটারের মতো একটি ফিল্ম ফ্র্যাঞ্চাইজ♚ি তৈরি করব, যা পশ্চিম নয়, ভারত থেক𝔉ে আসে।’