কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে সম্প্রতি খেলতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। সঙ্গে ছিলেন বন্ধু এবং সহকর্মী সোনু নিগমও। এদিন তাঁরা দুজন মিলে এক🍌টি যৌথ পারফরমেন্স করেন। সেখানেই শ্রেয়াকে ন্যাশনাল টিভিতে বাংলা গান গাইতে শোনা যায়। তাও আবার কিনা রবীন্দ্র সঙ্গীত। ভিডিয়ো দেখে কী বলছে নেটপাড়া?
কৌন বনেগা ক্রোড়পতিতে শ্রেয়ার গলায় বাংলা গান
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে শ্রেয়া ঘোষাল তেরে মেরে মিলন কী এ রায়না গানটি গাইছেন। তারপর তাঁর সঙ্গে যোগ দেন সোনু নিগমও। এরপরই আচমকা সেই গান থেকে শ্রেয়া বাংলা গান গাইতে শুরু করেন। গেয়ে ওঠেন 'যদি তারে নাই চিনি গো সেকি...' এই বিষয়ে বলে রাখা ভালো এই রবীন্দ্র সঙ্গীতের অনুকরণেই অভিমান ছবির ꦿজন্য উক্ত হিন্দি গানটি বানানো হয়। তাঁর গলায় এই বাংলা গান শুনে সেদিন যে কেবলই অমিতাভ বচ্চন এবং দর্শকরা মুগ্ধ হয়েছেন সেটাই নয়, মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এদিন এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়🏅।
এক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'উনি কী সুন্দর বাংলাতে প্রবেশ করলেন। ভীষণ ভালো।' একজন এই পোস্টে লেখেন, 'এটা কে🐼বল বাংলা গান নয়। এটা রবীন্দ্র সঙ্গীত।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আহা, মনটা জাস্ট ভালো হয়ে গেল। ওঁর গলায় কি মধু আছে? কী মিষ্টি!'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সম্প্রতি সোনি চ্যানেলের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয় কৌন বনেগা ক্রোড়পতির প্রোমোর সেখানে দেখা যায় শ্রেয়া ꦓএবং সোনু এই গানটি অমিতাভকে সার🎉প্রাইজ দেওয়ার জন্যই গেয়েছেন।
আরও পড়ুন: হেয়ার স্টাই🔯লিস্টকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR
কৌন বনেগা ক্রোড়পতিতে শ্রেয়া এবং সোনুর খুনসুটি
এদিন কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-তে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল পানিপুরি বনাম ফুচকা নিয়ে জোর তর্ক করেন। বাংলার জামাই হয়ে অমিতাভ বচ্চন কাকে ভোট দিলেন শেষ পর্যন্ত জানেন? গোলগাপ্পাকে! সোনু প্রথমে বলে ওঠেন, 'পানিপুরি আমার মন ভালো করে খাবার।' সেটা শুনে শ্রেয়া ঘোষাল বলেন, 'হ্যাঁ, ওটা আমার দুর্বলতা।' তারপর গায়িকা ফের বলেন, 'পানিপুরির থেকেও ভালো একটা জিনিস আছে।' সোনু এবং অমিতাভ যখন জানতে চান সেটা কী, শ্রেয়া বলেন, 'ফুচকা।' সোনু তাও বলেন তাঁর পানিপুরি বেশি ভালো লাগে। সব দেখে শুনে অমিতাভ বলে 'সবই তো একই। এক জায়গায় ফুচকা বলে, আরেক জায়গায় পানিপুরি বলে।' সোনু তাও বলেন যে 'না না, দুটো আলাদা। ফুচকার টেস্ট আলাদা, পানিপুরির আলাদা, গোলগাপ্পার আলাদা।' শ্রেয়া এটা সমর্থন করলেও হলেন ফꦯুচকা সেরা। শেষ পর্যন্ত অমিতাভ বলেন, 'আরে সব এক। ফুচকা হলে ওটাকে কারণ যখন গোলগাপ্পায় আঙুল দিয়ে ফুটো করে তখন সেটায় ফুচ করে আওয়াজ হয় তাই।' এটা শুনেই সবাই হেসে গড়িয়ে পড়েন।