সম্প্রতি NABC ২০২৪ এর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রেয়া ঘোষালকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। এবং অবাক করে সেখানে তি൩নি একটিও হিন্দি গান না পারফর্ম করে পর পর স্বর্ণযুগের বাংলা গান গাইলেন। আর তাতেই যেমন শ্রোতারা মুগ্ধ হয়েছিলেন, তেমনই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুগ্ধ হলেন নেটিজেনরা।
আরও পড়ুন: সুধার ডিভোর্সী হওয়ার খবর জানতে🐟 পারল তেজ, এবার কি আদৌ বিয়েটা হবে?
শ্রেয়া ঘোষালের NABC এর ভিডিয়ো
এদিন শ্রেয়া ঘোষালের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে তাঁকে স্বর্ণযুগের সমস্ত বাংলা গান গাইতে শোনা যাচ্ছ এই ভাইরাল ভিডিয়োতে তিনি ঘুম 🧸ঘুম চাঁদ গানটি পারফর্ম করღছেন। এই ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি যেমন গায়িকার তারিফ করেছেন তেমনই তিনি গর্গ চট্টোপাধ্যায়ের কাছে একটি বিশেষ অনুরোধ করেছেন।
NABC তে পারফর্ম করতে এবার বাংলা থেকে একাধিক তারকারা গিয়েছিলেন। অনেক গায়ক গায়িকা বাংলা ছাড়াও অন্যান্য গান শুনিয়েছেন। তবে শ্রেয়া কেবলই বাংলা গান শুনিয়েছেন বলে দাবি করেন এই ব্যক্তি। আর সেটার রেশ ধরেই তিনি এদিন তাঁর পোস্টে লেখেন, 'শিকাগোর NABC তে দুর্ধর্ষ পারফরমেন্স শ্রেয়া ঘোষালের। তবে দুঃখিত যে NABC একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তবে FeTNA এর মতো নয়। কিন্তু আমরা আশা রাখব যে গর্গ চট্টোপাধ্যায়ের চেষ্টা একদিন এটাকে আরও বেশি সুন্দর করে তুলবে সে দেশের বাইরের অনুষ্ঠ💦ান হোক বা ভিতরের। এবং সেটাকে আরও বেশি করে সফল করে তুলবে।
আরও পড়ুন: 'সর পে লাল টোপি রুশি ফির ভি...' মস্কোর ইভেন্টে রাজ কাপুরের ক্লাসিক গানের স্মৃতি ꦯউসকে দিলেন মোদী
এবারের NABC -তে কারা যোগ দিয়েছিলেন?
প্রসঙ্গত এবার NABC তে অংশ নিতে শিকাগোতে গিয়েছিলেন রূপম ইসলাম সহ ইমন চক্রবর্তী, সৌরেন্দ্র সৌম্যজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, অরিন্দম শীল, লহমা ভট্টাচার্য, সোহিনী সরকার, স্𓆏বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, প্রমুখ। ঋতুপর্ণা সেনগুপ্ত সংস্কৃত স্তোত্র পাঠ করেছেন, হ্যামলেট নাটক অনুষ্ঠিত হয়েছে। সৌরেন্দ্র সৌম্যজিতের পারফরমেন্স সহ ইমন চক্রবর্তী, রূপম ইসলামের অনুষ্ঠানও ছিল।