ফের পিছিয়ে গেল সিদ্ধার্থ মালহোত্রার 'যোধা'র মুক্তির দিন। জানা যাচ্ছে, এবার শাহরুখের ‘জওয়ান’-এর কথা মাথায় রেখেই ছবির মুক্তি পিছানো হয়েছে। প♉্রথমে ২০২২-এৎ নভেম𝓡্বরে মুক্তি পাওয়ার কথা ছিল 'যোধা'র, সেসময় VFX-এ সমস্যার কারণে ছবি মুক্তির পিছানোর কথা জানানো হয়েছে। এবার ২০২৩-এর ৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল 'যোধা' ছবিটির। পরে আবারও বলা হয় ছবিটি ১৫ সেপ্টম্বর মুক্তি পাবে। কিন্তু না ওই তারিখেও মুক্তি পাচ্ছে না সিদ্ধার্থের 'যোধা'।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। খুব স্বাভাবিকভাবেই জওয়ানের পরের সপ্তাহেই 'যোধা' মুক্তি পেলে হল পেতে সমস্যা হতে পারেন, এমনকি ছবির ব্যবসাতেও কোপ পড়তে পারেন, আর সেকথা মাথায় রেখেই নির্মাতাদের তরফে জানানো হয়েছে চলতি বছরཧের ১৫ সেপ্টেম্বরও ছবিটিকে মুক্তি দেওয়া সম্ভব নয়। তবে এখন প্রশ্ন, তাহলে শেষপর্যন্ত কবে মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রার এই ছবি? এর উত্তর অবশ্য এখনও নির্মাতাদের তরফে মেলেনি।
আরও পড়ুন-রামচরণ ও স্ত্রী উপাসনাকে নিয়ে আশালীন মন্তব্য়, অনুরাগীদের হাতে বেধড়ক মা🌼র খেলেন এক ব্যক্তি
তবে শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের বদলে কিছুটা এগিয়ে এনে 🍌অগস্টে মুক্তি দেওয়া হতে পারে 'যোধা' ছবিটি। আর সেটা না হলে অক্টোবর, নভেম্বর অথবা ডিসেম্বর মাসেও মুক্তি দেওয়া হতে পারি ছবিটিকে। যদিও অক্টোবরেও একাধ𒁏িক ছবির মুক্তি রয়েছে সেক্ষেত্রে নভেম্বর কিংবা ১ ডিসেম্বরে ‘যোধা’ মুক্তি পেতে পারে। প্রসঙ্গত সিদ্ধার্থ মালহোত্রার 'যোধা' একটি অ্যাকশন-থ্রিলার। করণ জোহর প্রযোজিত এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকেও।