এই অস্থির সময় আলাদা করে নিজের জন্মদিন পালন করার কোনও তাগিদ অনুᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভব করছেন না সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। কিন্তু আগামী ১৩ সেপ্টেম্বর গায়িকার জন্মদিন। তাই শিল্পীর মনের অবস্থা বুঝতে পেরে তাঁর সতীর্থরা ‘সারেগামাপা’-এর সেটেই করলেন জন্মদিনের উদযাপন। জন্মদিনের আগেই তাঁকে চমক দিলেন বিশেষ উপহার দিয়ে।
বর্তমানে ইমনকে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে। তিনি ছাড়াও চলতি সিজনের ‘সারেগামাপা’-এ বিচারকের আসন অলঙ্কৃত করেছেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক𝓡্রবর্তী, জাভেদ আলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব চট্টোপাধ্যায়, জোজো প্রমুখ। তাছাড়াও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। তাঁরাই ইমনের জন্মদিনের কথা মাথায় রেখে, সম্প্রতি সেটেই তাঁকে চমক দিয়েছ൲েন।
সকলে মিলে তাঁর জন্মদিকে আরও বিশেষ করে তুলতে একসঙ্গে মিলে খাওয়াদাওয়া করেছেন। আর স𝓀েই ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে নিয়েছেন ইমন। ছবিতে দেখা গিয়েছে, মেকআপ রুমে বসে সকলে মিলে একসঙ্গে গায়িকার জন্মদিন উপলক্ষে খাওয়াদাওয়া করছেন। তবে ছবিতে জাভেদ আলিকে দেখা যায়নি। ছবিটি শেয়ার করে গায়িকা ক্যাপশনে𒊎 লিখেছেন, 'সারেগামাপা’র সেটে প্রাক্-জন্মদিনের উদযাপন।' তিনি ইন্দ্রদীপ দাশগুপ্তকে মেনশন করে ভালো খাবারের জন্য ধন্যবাদ জানান। তাছাড়াও তিনি বাকি সমস্ত বিচারক ও সঞ্চালক আবীর চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে ভোলেননি।
শোনা গিয়েছে, ইমনে🍷র জন্মদিনের বিশেষ খাওয়াদাওয়ার মেনু সেট করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি ফ্লোরে সকলের জন্য ইলিশ এবং আড় মাছ রান্না করিয়ে আনেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমন বলেন, 'সেটে আমরা সব সময় একসঙ্গে খাওয়াদাওয়া করার চেষ্টা করি। আমার জন্মদিন উপলক্ষেই ইন্দ্রদীপদা সকলের জন্য খাবার নিয়ে এসেছিলেন।'
আরও পড়ুন: পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে🧸 কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা?
সামনেই আসছে ইমনের জন্মদিন। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর আলাদা করে জন্মদিন পালনের কোনও ইচ্ছে নেই। প্রসঙ্গত, প্রত্যেক বছর তাঁর ছাত্রছাত্রীরাই গায়িকার জন্মদিন উদযাপনের সমস্ত আয়োজন করে থাকেন। এ প্♒রসঙ্গে ইমন বলনে, 'এই বছর আমি ওদের বলেছি, কিছু করতে হলে যেন অল্পের মধ্যেই মরে। আর সেই কথা মাথায় রেখেই ক্লাসে ওরা খুব সুন্দর করে গান এবং কবিতার মাধ্যমে আমার জন্মদিনকে সুন্দর করে তুলেছে।'
জন্মদিনে প্রত্যেক বছর পরিবার ও বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করেন ই🌱মন। কিন্তু শিল্পী জানান, এ বছর সেভাবে উদযাপন করবেন না। ইমন ব𝔉লেন, ‘আমার মনে হয়, ইন্দ্রদীপদা সেটার এই বিষয়টার আঁচ পেয়েছিলেন। তাই একসঙ্গে দুপুরে খাওয়াদাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। ওঁকে অসংখ্য ধন্যবাদ।'