কখনও দুর্দান্ত পারফরমেন্সের জন্য খবরে আসেন পন্ত, কখনও আবার ব্যক্তিগত নানা বিতর্কের কারণে। তবে এবার ঋষভ পন্তের উপর ক্ষোভ উগরে দিয়েছেন প্রখ্য🅠াত গায়িকা কৌশিকী চক্রবর্ﷺতী। পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযগ্য কন্যা কৌশিকী। ছোটবেলা থেকেই বাবার কাছে গানের তালিম। তবে নিজের পরিচয় গড়েছেন সংগীত জগতে। এবার ভারতীয় ক্রিকেটারের উপর ক্ষোভ উগরে দিলেন তিনি একটি বিজ্ঞাপনের কারণে।
টি২০ ওয়ার্ল্ডকাপ, ২০২২-র সময় সামনে এসেছিল বিজ্ঞাপনটি। ড্রিম এলেভেনের ওই বিজ্ঞাপনে ঋষভকে দেখানো হয়েছিল একজন ব্যর্থ সঙ্গীতজ্ঞ হিসেবে যা তিনি ক্রিকেটার না হলে হতেন। সেই বিজ্ঞাপনে ঋষভকে বলতেও শোনা গেল, ‘ভাগ্যিস আমি আমার স্বপ্𝓀নকে ফলো করেছি।’
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্যারোডি করা হয়েছে এখানে। যা একদম ভালো লাগেনি কৌশিকীর। টুইট করলেন, ‘আমার এই বিজ্ঞাপনের প্রতি ঘৃণা এবং কদর্যতা প্রকাশ করার মতো শব্দ আমার কাছে নেই। নিজের ঐতিহ্যকে অবজ্ঞা করা তোম𒅌াকে বোকা দেখায় @RishabhPant17। এটি পণ্ডিত রবি শঙ্কর, উস্তাদ জাকির হুসেন এবং পণ্ডিত ভীমসেন জোশীর সঙ্গীত। আমি নিশ্চিত যে আপনি এটি করে অনেক টাকা উপার্জন করেছেন, কিন্তু এটি কি মূল্যবান?’
কৌশিকী আরও লেখেন, ‘আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্🐷গীত অনুশীলন করছি এবং আমি ক্রিকেট অনুসরণ করি না। কিন্তু আমি আপনার কাজের ক্ষেত্রকে অসম্মান করিনি। যখন আপনি কিছু বোঝার জন্য সঠিক প্রশিক্ষিত থাকে না, অন্ততপক্ষে এটির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মতো স♐ংবেদনশীল মানসিকতা থাকা প্রয়োজন। ঐতিহ্য নিয়ে মজা করা আপনাকে বোকা বানায়।’
সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমর্থন করেছেন কৌশিকীকে। তাঁদের মত ♋যে কোনও তারকার উচিত কোনও বিজ্ঞপনের কাজ হাতে নেওয়ার আগে অন্ততপক্ষে একটু সংবেদনশীল হওয়া। বিষয়বস্তু নিয়ে ভাবনাচিন্তা করা। তা সে গুটখার বিজ্ঞাপন হোক বা অন্য কিছু। তবে কিছু মানুষের মত, কিছু বিজ্ঞাপন বানানো হয় হাসির কারণে। অন্তত কমেඣডিকে হালকা চালে নেওয়া উচিত কৌশিকীর। এতে কারও সম্মানহানি হয় না।