গত সপ্তাহ থেকেই তিলোত্তমার বু🐭কে অলিতে-গলিতে-রাজপথে একটা ছব চোখে পড়ছে। তা হল রাস্তায়-দেওয়ালে আলকাতরা। এতদিনে নিশ্চয়ই অনেকেই জেনে গিয়েছেন এর কারণ! না জানলে একটু ছোট্ট করে বলা যাক, আরজি কর নিয়ে প্রতিবাদে সাধারণ মানুষ লিখেছিলেন-এঁকেছিলেন রাস্তায়, দেওয়ালে। সেগুলোই আলকাতরা বা রং দিয়ে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। তবে তা আসন্ন দুর্গোৎসবের কথা মাথায় রেখে না প্রতিবাদের মুখ বন্ধ করতে, তা বলা মুশকিল। আর অভিযোগ, এই কাজ করছে শাসক দলই।
তবে এত সহজে হার মানতে রাজি নয় বাংলার মানুষ। তাঁরা ফের নেমেছেন রাজপথে। আরজি কর নির্যাতিতার ধর্ষণ ও খুনের প্রতিবাদে কোনো দলীয় মিছিল ছাড়াই, রাস্তায় নেমেছিল ঢল। তাঁরাই এঁকেছিল এগুলো। এঁকেছিল প্রতিবাদে ৩৫ দিনেরও বেশি কর্মবিরতিতে থা🐷কা জুনিয়র ডাক্তাররা। তাই সরকার মুছতেই, ফের তৎপর নাগরিকবৃন্দ। ফেসবুকে নতুন করে পোস্টার পড়ছে, ‘যত মুছবে, তত আঁকবো’।
সেরকমই এক ছবি তুলে ধরলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। আরজি করের সেই ডাক্তার মেয়েটির কলার টিউনে তাঁরই গান ছিল, এটা জানার পর নিজেকে আর বাড👍়িতে রাখতে পারেননি। একাধিক সময়ে তাঁকে কষ্টে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সোশ্যাল পোস্টে আফশোস করেছে☂, কত ভক্তের সঙ্গে দেখা হয়, এই মেয়েটিকে দেখতে পারলেন না, পরিচয় হল না!
লগ্নজিতা 🧔বেশ রাতের দিকে এলেন ফেসবুক লাইভে। সেখানে দেখালেন বেহালার রাস্তা। রাত দুটোতেও কিছু মানুষ রাস্তায় ফুটিয়ে তুলছেন প্রতিবাদের ভাষা। দেখা গেল এক জায়গায় লেখা ‘STUDY GET RAPED’। লেখা ‘শাসক তোমার কাপড় কোথায়’। লেখা রয়েছে, ‘উৎসব নয়🅘 বিপ্লব’, ‘RG নয় বিপ্লব কর’! নির্ঘুম রাত কিছু তরুণের। যারা দু চোখে সমাজ বদলের স্বপ্ন নিয়ে সেই ১৪ অগস্ট রাত থেকে নেমেছেন রাস্তায়।
এর আগে লগ্নজিতাকে বলতে শোনা গিয়েছিল, ‘এত লোককে এত গান শোনাই। এত শো করি সারা বছর ধরে। এই তো সিজন শুরু হবে। ওঁর সঙ্গে দেখা হল না! ওঁর যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ার ছিল, তাঁর স𝓰ঙ্গে দেখা হল না। যদিও তাঁর সঙ্গে আলাদা করে যোগাযোগ করে আমি কথা বলেছি। ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সকলেই বুঝতে পারছি ওই ছেলেটির মধ্যে দিয়ে কী যাচ্ছে। আমি সেই কথাগুলো জনসম্মুখে এনে ওকে অসম্মান করতে চাই না।’