বক্স অফিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে এতট♊ুকু জমি ছাড়তে নারাজ। এ যদি বলে আমায় দেখ, তো বলে আমিই বা কম কিসে? উইকেন্ড আসতেই ফের সিংঘম এগেন এবং ভুল ভুলাইয়া ৩ দুটো ছবিরই আয় বেশ বাড়ল। গুটি গুটি পায়ে ২৫০ কোটির দিকে এগোচ্ছে কার্তিক এবং অজয়ের ছবি।
আরও পড়ুন: প্রেমের জল্পনায় সিলমোহর সইফ - পুত্রের? মা𓂃লদ্বীপ থেকে একই সময় একই সঙ্গে ছবি পোস্ট পলক - ইব্রাহিমের
ভুল ভুলাইয়া ৩ ছবিটির বক্স অফিস কালেকশন
মুক্তির পর তৃতীয় শনিবার, অর্থাৎ ꦐ১৬ নভেম্বর বক্স অফিসে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ভুল ভুলাইয়া ৩ বক্স অফিসে ৪ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে। গত শুক্রবারের তুলনায় বেশ অনেকটাই আয় করেছে এই ছবি। শুক্রবার আনিস বাজমি পরিচালিত ছবিটি ৪ কোটি ১৫ লাখের ব্যবসা করেছিল। ফলে ১৬ তম দিনের শেষে ভুল ভুলাইয়া ৩ ছবিটির মো🅰ট আয় ২২৫ কোটি ১৫ লাখ টাকা।
মুক্তির পর প্রথম সপ্তাহে ছবিটি ১৫৮ কোটি ২৫ লাওখ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় 💫সপ্তাহে সেটা কমে হয় ৫৮ কোটি টাকা। তবে প্রথম দিকে ব্যবসায় নিরিখে সিংঘম এগেন ছবিটির থেকে পিছিয়ে থাকলেও যতদিন যাচ্ছে বাড়ছে কার্তিকের ছবির জনপ্রিয়তা।
সিংঘম এগেন ছবিটির বক্স অফিস কালেকশন
তৃতীয় শুক্রবারে সিংঘম এগেন ছবিটির বক্স অফিস কালেকশন বেশ অনেকটাই কম ছিল, ২ কোটি ৭৫ লাখ টাকা। তবে উইকেন্ড আসতেই সেই পরিমাণ বেশ বাড়ল। শনিবা🔯র, ১৬ নভেম্বর ছবিটি বক্স অফিসে ৩ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে অ﷽জয় দেবগন অভিনীত এই ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২২৬ কোটি ৫০ লাখ টাকায়।
শুরুর দিকে জাঁকিয়ে ব্যবসা ℱকরলেও, সময়ের সঙ্গে টুকটুক করে শ্লথ হচ্ছে রোহিত শেট্টি ছবির আয় এবং জনপ্রিয়๊তা দুই। প্রথম সপ্তাহে এই ছবিটি ১৭৩ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় সপ্তাহে সেটা কমে হয় ৪৭ কোটি ৫০ লাখ টাকা।
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ৩ ছবিটি ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ এবং ব্যবসার নিরিখে সবথেকে🎃 এগিয়েও আছে। এই ছবিতে রুহ বাবার চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। সঙ্গে ছিলেন বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ। আনিস বাজমি ছবিটির পরিচালনা করেছেন।
সিংঘম এগেন প্রসঙ্গে
সিংঘম এগেন ছ🐼বিটির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে 𒁏অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখকে। খলনায়ক হিসেবে ছিলেন অর্জুন কাপুর। এই ছবির গল্পে রামায়ণের ছোঁয়া রাখা হয়েছে।