দীপাবলিতে বলিউডের বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল দুটো সুপারহিট ফ্রাঞ্চাইসি। একদিকে অজয় দেবগণ ও রোহিত শেট্টির সিংঘম এগেন। অন্যদিকে জেন জি-র সুপারস্টার🦄 কার্তিক আরিয়ান। সঙ্গে নিয়ে ভুলভুলাইয়া ৩। দুই ছবি থেকেই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। আর ৯ দিন পর বক্স অফিসের রিপোর্ট কার্ড বলছে, প্রত্যাশা পূরণে সফল দুজনেই।
রবিবার বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করবে সিংঘম এগেন। অজয়ের কেরিয়ারের চতুর্থ ছবি হিসাবে এই মাইলস্টোন ছোঁবে রোহিতের কপ ইউনিভার্সের এই ছবি। অন্যদিকে পিছিয়ে ন💝েই কার্তিকের ভুলভুলাইয়া ৩-ও। রবিবার ডবল সেঞ্চুরি হাঁকাতে সফল না হলেও, এই মাইলফলক থেকে দূরে নেই রুহবাবাও। সোমেই তিনিও দু'শো কোটি পার করবেন অনায়াসেই।
শনিবার সিংঘম এগেন-এর কালেকশন
শুরু থেকেই ১৯-২০ এর লড়াইয়ে ভুলভুলাইয়া ৩-র থেকে সামান্য এগিয়ে অজয়ের ছবি। শনিবার দেশের বক্স অফিসে ছবির আয় ছিল ১১.৫ কোটি টাকা। যা দ্বিতীয় শুক্রবারের চেয়ে অনেকটাই বেশি। অষ্টম দিনে মাত্র ৮ কোটিতেই আটকে ছিল এই ছবি। প্রথম সাত দিনে বক্স অফিসে ১৭৩ কোটি কামানোর পর এখনও পর্যন্ত সিংঘম এগেনের কালেকশন দাঁড়িয়েছে ১৯২.৫ কোটিতে।💝 তাই অনায়াসেই রবিবার ২০০ কোটির গণ্ডি পার করে ফেলবে এই ছবি।
সিংঘম ২০১১ সালে মুক্তি পেয়েছিল🧸, প্রধান চরিত্রে অজয় ছাড়ও অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল আর প্রকাশ রাজ। তারপরে ২০১৪ সালে সিংহাম রিটার্নস। দুটি প্রজেক্টই বক্স অফিস๊ে হিট হয়েছিল।
শনিবার ভুলভুলাইয়া ৩-র কালেকশন
দ্বিতীয় শুক্রবারের পর শনিবারের লড়াইয়ে ভুলভুলাইয়া ৩ কিন্তু সামান্য এগিয়ে থাকল। কার্তিকের ছবি নবম দিনে ১৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে ভারতীয় বক্স অফিসে, শুক্রবার এই অঙ্কের পরিমাণ ছিল ৯.২৫ কোটি টাকা। সব মিলিয়ে ৯ দিনে দেশের বক্স অফিসে ভুলভুলাইয়া ৩-র আয় ১৮৩ কোটি টাকা। অর্থাৎ সিংঘম এগেনের চেয়ে ৯.৫🧸 কোটি টাকা কম। রবিবার রুহবাবার জাদু আরেকটু বেশি চললে ২০০ কোটি ছুঁয়ে ফেলা অসম্ভব নয়।
শুরুর দিকে সিংঘম এগেন এগিয়ে থাকলেও যত দিন যাচ্ছে, ততই অজয়কে দমিয়ে বক🎀্স অফিসে খেল দেখাচ্ছেন রুহবাবা ও মঞ্জুলিকা। তবে দুই ছবির বিজয়রথ অব্যাহত। শেষ পর্যন্ত এই টক্করে কে জয়ী হবেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ভুল ভুলাইয়া ৩। কার্তিকের চেয়ে বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিতের অভিনয়ই অধিক মন কেড়েছে। প্রসঙ্গত, ভুল ভুলাইয়া ৩ জনপ্রিয় ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রথমটি ২০০৭ সালে মুক্🧜তি পেয়েছিল এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালন। দ্বিতীয় পর্ব ভুল ভুলাইয𒆙়া ২ (২০২২), ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি এবং টাবু। বিশ্ব বক্স অফিসে ইতিমধ্য়েই ২৪১ কোটি টাকা আয় করে ফেলছে ভুলভুলাইয়া ৩।