সোশ্যাল মিডিয়ায় এখন নতুন সেনসেশন উরফি জাভেদ। তাঁর ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থা🐼কে চর্চায়। কখনও দড়ি, কখন ব্লেড আবার কখনও প্লাস্টিক জড়িয়ে গোপনাঙ্গ ঢাকেন উরফি। বোল্ড আর বিন্দাস- এভাবেই নিজেকে তুলে ধরেন বিগ বিস ওটিটি খ্যাত এই তারকা। এবার আইনি ঝামেলায় নাম জড়ালো অভিনেত্রীর। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে উরফির মিউজিক ভিডিয়ো ‘হায় হায় ইয়ে মজবুরি’। সেই গানের ভিডিয়োয় স্বল্পবসনে যৌনতা ছড়িয়ে বিতর্কে উরফি।
গত ১১ই অক্টোবর মুক্তি পেয়েছে উরফির🀅 মিউজিক ভিডিয়ো ‘হায় হায় ইয়ে মজবুরি’। সেই ভিডিয়োয় শাড়িতেই ‘সেক্সি’ লুকে ধরা দিয়েছেন উরফি। বৃষ্টিতে ভেজা শরীর থেকে ছুঁইয়ে পড়ছে উষ্ণতা, লাল কাঁচুলি যেন খুলে পড়ছে! শাড়ির সুরু আঁচল বুকের মাঝখান দিয়ে চলে গেছে- এমন সাজেই উদ্দাম নেচে চলেছেন উরফি। এই ভিডিয়োর জন্যই পুলিশ অভিযোগ জমা পড়ল উর൩ফির নামে।
ইটাইমের এক রিপোর্ট বলছে, গত ২৩শে অক্টোবর দিল্লিতে নায়িকার নামে অভিযোগ জমা ༒পড়েছে। বৈদ্যুতিক মাধ্যমে যৌন উত্তেজক ভিডিয়ো প্রকাশ করার জন্য উরফির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি উরফি।
তবে উরফির ‘হায় হায় ইয়ে মজবুরি’ গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ইউটিউবে ৮০ লক্ষের বেশি বার স্ট্রিমিং হয়েছে এই গানের। নিজের অদ্ভূত সাজপোশাকের জন্য হামেশাই চর্চায় থাকেন উরফি। সারেগামা মিউজিক লেবেল থেকে প্রকাশিত এই গানটি গেয়েছেন শ্রুতি রানে, লক্♒ষ্মীকান্ত-প্যায়ারেলাল জুটির আইকনিক এই গান রিক্রিয়েট করেছেন গৌরব দাশগুপ্ত। অরিজিন্যাল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। রোটি কপড়া অউর মকান ছবির এই গানে কোমর দুলিয়েছিলেন জিনাত আমন।
বর্তমানে বলিউডের ‘ফ্যাশনিস্তা’ উরফি। সম্প্রতি অর্ধনগ্ন হয়ে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েও রোষের মুখে পড়েছিলেন উরফি। ঊর্ধাঙ্গে উন্মুক্ত, হাত দিয়ে ঢেকে রেখেছেন বক🍨্ষযুগল। টেবিলের উপর প্রদীপ জালানো। হাতে নেওয়া বড় সাইজের লাড্ডুতে কামর বসাচ্ছেন তিনি। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘দিওয়ালির অনেক শুভেচ্ছা সবাইকে’ সঙ্গে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন। এই ভিডিয়ো নিয়েও চর্চা কম হয়নি।
কখনও অন্তর্বাস না পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলের মুখে পড়েন উরফি, তো কখনও দড়ি কিংবা প্ল্যাস্টিকের পোশাক পরে চমকে দেন। নির্লজ্জ পোশাকে উরফিকে দেখে মাঝ𒁃েমধ্যেই ক্ষোভ উগরে দেন নেটদুনিয়ার বাসিন্দারা। কিন্তু সেই সব ট্রোলারদের পাত্তা দেন না উরফি। কারণ ‘আমার শরীর, আমার চয়েস’- এই শর্তেই বাঁচেন উরফি জাভেদ।