এর আগে খুল্লমখুল্লা প্রেম করে পস্তাতে হয়েছে। তাই এবার সেই পথে হাঁটেননি। সোজা বিয়ে সেরে সুখবরে সিলমোহর। জুলাই মাসে সাত পাক𒁏ে বাঁধা পড়তে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার, সেই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই হইচই শুরু হয়েছিল। তবে মুখ খোলেননি নায়িকা। ১৫ই জুলাই সই-সাবুদ করে বিয়ের পর্ব সারা হয়ে গিয়েছে।
সোহিনী এখন মিসেস গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধু আর দুই পরিবার নিয়ে বিয়েটা সেরেছেন দুজনে। শোভন-সোহিনীর বিয়ের ভেন্যু ছিল বজবজল লাগোয়া বাওয়❀ালি ফার্ম হাউজ। বাওয়🦩ালি গ্রামের কয়েক একর জায়াগা নিয়ে এই খামার বাড়ি। শহুরে ব্যস্ততা থেকে অনেক দূরে নিজের স্পেশ্যাল ডে-টা কাটাতে চেয়েছিলেন দুজনে। প্রকৃতির কোলে চার হাত এক হল শোভন-সোহিনীর।
কিন্তু বিয়ের ভেনু হিসাবে বাওয়ালি ফার্মহাউস বেছে নেওয়ায় কেমন খরচ পড়ল জানেন? এক ওয়েডিং ওয়েবসাইট জানাচ্ছে গোটা বাওয়ালি ফার্মহাউজ যদি আপনি কোনও অনুষ্ঠান (বিয়ে বা যে কোনও)-এর জন্য বুক করতে চান, তাহলে এক রাতের জন্য খরচ পড়বে ২ লক্ষ ৮০ হাজার টাকা। এটা শ🎉ুধু প্রপার্টির চার্জ। এতে কিন্তু খাওয়া-দাওয়া যুক্ত নয়। বাইরে থেকে খাবার এনে এখানে কোনও অনুষ্ঠান হয় না, সুতরাং খাবারের🍸 ব্যবস্থাপনার দায়িত্ব দিতে হবে কর্তৃপক্ষকে।
এই ফার্মহাউসে রয়েছে মোট ৩৫টি ঘর, সঙ্গে সুইমিং পুল এবং বিশাল লম্বা লন। এক একটা রুমের ভꩵাড়া ৩,৩০০ টাকা। এক একটা রুমও চাইলে আপনি বুক করতে পারেন। সেক্ষেত্র রুম চার্জের সঙ্গে কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট যুক্ত থাকে।
বিয়ের জন্য গোটা ফার্মহাউজ বুকিং করেছিলেন শোভন-সোহিনী। এই ফার্মহাউজে ১০০ জ💎নের রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। বাকি ৬০০ জন পর্যন্ত ফ্লোটিং গেস্ট অর্থাৎ যাঁরা রাত্রিবাস করবেন না, অথচ অনুষ্ঠানে যোগ দেবেন এমন অনুমতি মিলবে। সোহিনীর ক্ষেত্রে অবশ্য অতিথি তালিকা ছিল সীমিত।
বিয়ের আগের দিন অর্থাৎ ১৪ তারিখ বন্ধুদের নিয়ে ♓বাওয়ালি ফার্মহাউজে জমিয়ে পুল পার্টিওꦛ করেছেন বর-কনে। সেখানে হাজির ছিলেন সোহিনীর ননদিনি, দীপ্সিতা ধরও। শহরের কাছেপিঠে ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য এই ভেনু কিন্তু মন্দ নয়।