সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন। আগামী ২৩ জুন তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তবে তাঁদের বিয়ে যেহেতু দুই ধর্মের দুই মানুষের মধ্যে হচ🌊্ছে সেহেতু সেটা নিয়ে নিরন্তর চর্চা হয়ে চলেছে। বাদ যাচ্ছে না কটাক্ষ, মিম। কানাঘুষোয় শোনা যাচ্ছে অভিনেত্রীর বাড়ির লোকজনও নাকি খুশি নয় এই বিয়ে নিয়ে। তবে সেসব চর্চাকে সরিয়ে সম্প্রতি꧅ দুই পরিবারের সকলে ডিনারে গিয়েছিলেন। এবং একই সঙ্গে এক ফ্রেমে ধরা দেন। আগামী রবিবার ১৯৫৪ সালের বিশেষ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সামাজিক ভাবে বিয়ে করবেন তাঁরা। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে বিয়ের পর কি ধর্ম বদলাবেন সোনাক্ষী? কী জানালেন তাঁর শ্বশুর?
আরও পড়ুন: আটদিনে প্রায় ৪০ কোটি ছুঁয়ে ফেলল চান্দু চ্যাম্পিয়নের আয়! অষ্টম দিনে বক্স অফিসে হল কত🌼 লক্ষ্মীলাভ?
বিয়ের পর ধর্ম বদলাবেন সোনাক্ষী?
জাহির ইকবাল যেহেতু মুসলিম এবং সোনাক্ষী সিনহা হিন্দু তাই স্বাভাবিক ভাবেই অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি বিয়ের পর অভিনেত্রী ধর্ম বদলাবেন? এই বিষয়ে উত্তর দিলেন জাহিরের বাবা ইকবাল রতংশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সোনাক্ষী ইসলাম ধর্ম গ্ღরহণ করবেন না বিয়ের পর। একই সঙ্গে তিনি ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে তাঁরা সোনাক্ষী জাহিরের বিয়েতে না কোনও মুসলিম আচার পালন করবেন না হিন্দু আচার। সইসাবুদ করে বিয়ে করবেন তাঁরা। তিনি জোর দিয়ে আরও 🐼বলেন, 'আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনও কাজ নেই।' তিনি জানিয়েছেন ঈশ্বর এক, হিন্দুরা ঠাকুর বলে আর মুসলিমরা আল্লাহ। ব্যাপারটা একই। তাই এসব নিয়ে তিনি ভাবিত নন। জানান তাঁর আশীর্বাদ সবসময় জাহির এবং সোনাক্ষীর সঙ্গে থাকবে।
কোথায় বিয়ে হবে জাহির এবং সোনাক্ষী সিনহার?
সোনাক্ষী সিন꧋হার বাবা তথাౠ বিখ্যাত অভিনেতা এবং এমপি শত্রুঘ্ন সিনহার এক ঘনিষ্ট বন্ধু শশী রঞ্জন ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। সকলেই অংশ নিচ্ছে, শত্রুঘ্নর ভাই আসছে আমেরিকা থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।'
শত্রুঘ্ন সিনহার বাড়ি সেজে উঠেছে আলোয়
ইতিমধ্যেই শুরু হয়ে ♕গিয়েছে সোনাক্ষী সিনহা এ💫বং জাহির ইকবালের বিয়ের তোড়জোড়। দুটো পরিবারের তরফে এই বিয়েতে সমান ভাবে যোগ দেওয়া হয়েছে। মুম্বইয়ের জুহুতে শত্রুঘ্ন সিনহার যে বিখ্যাত বাড়িটি আছে অর্থাৎ রামায়ণ সেটা ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে।