‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ…’, একসঙ্গে পথচলার দুই দশক পার করলেন অভিনেত্রী সোনালি বেন্দ♓্রে এবং পরিচালক গোল্ডি বহেল। ‘তখন, এখন, সবসময়’, স্বামীর সঙ্গে বেশ কিছু রোম্যান্টিক ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সোনালি। কুড়ি বছরের বিবাহবার্ষিকীতে স্মৃতিমেদুর বলিউড অভিনেত্রী।
২০০২ সালের ১২ নভেম্বর, বলিউড পরিচালক গোল্ডি বহেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনালি। এরপরই কুড়ি বছর পার। সুখ-দুঃখে, হাসি-কান্নায় একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন। এ দিন সোশ্যাল মিডিয়ায় স্𝓀বামীর সঙ্গে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন সোনালি। প্রথম ছবিটি তাঁদের বিয়ের দিনের। দ্বিতীয় ভিডিয়োতে দুজনকে একসঙ্গে কোনও অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছে।
আরও পড়ুন: দায়িত্বে অবিচল, ভাঙড়ে ৫ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন সাংসদ-অভিনেত্রী মিমি
সো🔯নালি ছবඣি পোস্ট করতেই আত্মীয়-পরিজন, ঘনিষ্ঠ এবং শুভানুধ্যায়ীরা তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন কমেন্ট বক্সে। মৌনি রায়, রবিনা ট্যান্ডন, হা ধুপিয়া, দিয়া মির্জা, ঋদ্ধিমা কাপুর সাহানি সহ আরও অনেক ইন্ডাস্ট্রির ব্যক্তিরা পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।
সেনাবাহিনী পরিবারের সন্তান সোনালি বেন্দ্রে। ছোট থেকেই কড়া অনুশাসনে মানুষ হয়েছেন। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বলিউডের ‘আউটসাইডার’ হলেও নিজেকে এই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। স্কুলের গণ্ডি পার করার পরই একটু একটু করে মডেলিং করতে শুরু করেౠন। ১৯৯৪ সালে ‘আগ’ ছবি൲ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
যাঁর অভিনয়, মধুঝরা হাসি আর চাহনির প্রেমে হাবুডুবু খেয়েছেন অনেক তারকাই। শেষমেশ পরিচালক গোল্ডি বহেলকে๊ বিয়ে করেন সোনালি। দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। ক্যানসারজয়ী সোনালি। কয়েক বছর আগে স্তন ক্যানসারের তৃতীয় স্তর থেকে লড়াই শুরু করেছিলেন। এখন তিনি ক্যানসার মুক্ত।
১৯৯৬ সালে ‘দিলজালে’ ছবি দিয়ে প্রথম বলিউডে সফলতা পান সোনালি। মেজর সাব, সরফারোশ, হাম সাথ সাথ হ্যায়-🦋এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তেলুগু ছবি প্রীতসে, মুরারি এবং খড়গামের মতো বক্স অফিস হিটগুলিতে কাজꦐ করেছিলেন।
বিয়ের পর ২০০২ 🎃সালে অভিনয় জগত থেকে কিছুদিনের জন্য বিরতি নেন তিনি। কয়েক বছর আগে রিয়েলিটি শোতে বিচারক হিসেবে ফিরে আসেন। ‘দ্য ব্রোকেন নিউজ’, ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।