সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গিয়েছেন আজ বেশ কয়েক বছর হল। তিনি চলে গেলেও থেকে গিয়েছে তাঁর কাজ। থেকে গিয়েছেন মানুষের স্মৃতিতে। কিন্তু তাঁকে নত♋ুন করে দর্শকরা আবার পেতে চলেছেন। তাঁকে একা নয়। আরেকꦆ প্রয়াত কিংবদন্তি অভিনেতা মনু মুখোপাধ্যায়কেও। আসতে চলেছে তাঁদের নতুন ছবি শুধু যাওয়া আসা। মণীশ ঘোষ পরিচালিত এই ছবিটি আগামী ২৪ মার্চ মুক্তি পেতে চলেছে। এই ছবির প্রযোজনা করেছেন বজরং আগরওয়াল এবং রবিউল শেখ। আর নিবেদন করেছে চ্যানেল বি এন্টারটেইনমেন্ট। এই ছবির ট্রেলার এবং গানের ভিডিয়ো সদ্য প্রকাশ্যে এল।
এই ছবির ট্রেলার লঞ্চ হয় নন্দনে। একই সঙ্গে মিউজিক লঞ্চ হয়। ছবির প্রায় সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শুধু যাওয়া 💝আসার সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জয় সরকার। এই ছবিতে গান গেয়েছ꧋েন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, অন্বেষা দত্ত গুপ্ত।
এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভরত কল🔯, বিশ্বনাথ বস, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সহ, সুমন দে এবং প্রিয়াঙ্কা। মনোজ মিত্র এই ছবির কাহিনি লিখেছেন, একই সঙ্গে তিনি চিত্রনাট্যকারও বটে তিনি!
এই ছবি প্রসঙ্গে পরিচালক মণীশ ঘোষ জানান, 'আমাদের এই ছবি এক 🍷জীবনের প্রান্তে পৌঁছে যাওয়া বৃদ্ধ মানুষকে কেন্দ্র করে। এক বিশেষ কারণে তাকে তার দীর্ঘ দিনের ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদিও তিনি কোথায় যাবেন তা জানেন 🐓না কিছুই। তার নিজের বলতে ওই ভাড়া বাড়ির অন্যান্য ভাড়াটেরা। তার সেই চলে যাওয়ার দিন নানা ঘটনার ঘনঘটা। তার মধ্যে আসলেই কি চলে যেতে হয় তাকে? সেই গল্পই বলবে এই ছবি।'
অন্যদিকে প্রযোজক বজরং আগরওয়ালের মত হল, 'বেশ অনেকদিন আগেই শ্যুট হলেও প্যানডেমিক সহ নানান কারণে মনীশের এই ছবি মুক্তি পেতে পারেনি। তবে এবার অবশেষে বড় পর্দায় আসছে শুধু যাওয়া আসা। আশা করি দর্শকদের কাছে কমেডির মোড়কে এক জীবনের পরিবেশনা করতে পারব আমরা। ছবির ট্রেলার , গান দর্শকদের ইতিমধ্যেই খুব ভালো লাগছে। এখন শুধু আশা করি ২৪ শে মার্চ থেকে দর্শকদের প্রভূত প্রশংস꧑া পাবে এই ছবি।'
ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সেটা ইতিমধ🗹্যেই দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছে। এখন ২৪ মার্চ এই ছবি আসার পর সেটা কেমন লাগে সবার সেটাই দেখার পালা।