শুক্রবারই মুক্তি পেয়েছে 'মিঠাই' সৌমিতৃষার প্রথম ছবি ‘প্রধান’। সুপারস্টার দেবের হাত ধরে রুপোলি পর্দায় ড্রিম ডেবিউ সারলেন ছোটপর্দার জনপ্𓂃রিয় নায়িকা। ছবির প্রচারের ফাঁকে সম্প্রতি দেবের প্রথম নায়িকার মুখোমুখি হলেন সৌমিতৃষা!
হ্যাঁ, ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ ছবির সঙ্গে অভিনয় জীবন শুরু আজকের সুপারস্টার দেবের। সেই💞 ছবির নায়িকা ছিলেন ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়। দেবের সঙ্গে খুনসুটির সম্পর্ক রচনার। সুযোগ পেলে নায়কের লেগপুল করতে ছাড়েন না। আর এবার দেবকে নিয়ে সৌমꦬিতৃষাকে কড়া প্রশ্ন জিগ্গেস করলেন রচনা।
খেলার ফাঁকে সৌমিতৃষার কাছে রচনা জানতে চান- ‘দেব কেমন কো-স্টার?’ চটপট মিঠাইরানি জানান, ‘ভীষণ ভালো।’ এরপর রচনা সটান জানতে চান,'বকা-টকা দেয়নি তো দেব? মাঝেমাঝে শুনি 🐎বকা দেয় সবাইকে।’ হাসিমুখে সৌমিতৃষা জা🔥নালেন, ‘না, বকা দেয়নি। এত বড় একজন শিল্পী, তবে যখন কো-স্টার তখন আমি কেন উলটো দিকে যেই থাকুক তাকে নিজের দৃষ্টিকোণটা বুঝিয়ে দেয়। জানায়, আমরা এটা একটু এভাবে করি। বা তুমি এটা একটু এভাবে করে দেখতে পারো।’
দেবের সঙ্গে কাজ করার সুযোগ কি তবে সৌমিতৃষার জীবনের সেরা প্রাপ্তি? অভিনেত্রী বললেন, ‘যখন স্কুলে পড়ছি তখন দেবদা, জিৎদার ছবি-টবি আমরা (সংবাদপত্র) কেটে ডায়রিতে সাঁটচাম। এইরকম অনেক ডায়রি আছে ছোটবে🌱লার। কিছুদিন আগে একটা ম্যাগাজিনে আমার আর দেবদার একটা ছবি দেখে মনে হচ্ছিল, ছোটবেলার আমিটা যদি এটা দেখত, তাহলে কতই না খুশি হত। এ♕টা একটা বড় অ্যাচিভমেন্ট।
সৌমিতৃষা আরও ꦬবলেন, ছোটবেলা থেকে তিনি নাচ শিখতেন। এবং নাচ নিয়েই কেরিয়ার গড়ার লক্ষ্য ছিল। তবে বাবা-মা'র ইচ্ছে ছিল মেয়ে অভিনয় করবে। সৌমিতৃষার কথায়, ‘বাবা বললেন, তুমি এটাই করতে চাও কিনা, তাহলে তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়তে পারো। বাবা-মা খুবই সাপোর্ট করে গেছে। আ♐জ যেটুকু আমি অর্জন করেছি, সেটা আমার বাবা-মা’র জন্য'।
'দেবদা'র বিপরীতে অভিনয় করতে গিয়ে শুরুতে একটু ঘাবড়ে ছিলেন সৌমিতৃষা। তবে খুব স্বাধীনভাবে সৌমিতৃষাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন পরিচালক অভিজিৎ সেন, জানান অভিনেত্⭕রী। এই ছবিতে ইন্সপেক্টর দীপক প্রধানের স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। দেব-সৌমিতৃষা ছাড়াও ছবিতে দেখা মিলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিকরা। ধর্মপুর গ্রামের প্রেক্ষাপটেཧ তৈরি এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।