আরজি কর কাণ্ডে মন্তব্য করে প্রবল জনরোষে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণী ডাক্তারকে অত্যাচার করে খুন ও তারপরে ধর্ষণের অভিযোগ উঠেছে। তদন্তভার বর্তমানে সিবিআই-এর হাতে। মেয়েটির শরীর-সহ যৌনাঙ্গে একাধিক নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তিনি এটিকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে উল্লেখ✅ করে🐻ছিলেন। তারপর থেকে বাড়তে থাকে আমজনতার রোষ। নানা মহল থেকে সৌরভকে নিয়ে আসে কটাক্ষ-ভরা সমালোচনা। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে-বউ সানা-ডোনাকেও নিয়ে হতে থাকে আক্রমণ। এবার মুখ খুললেন সৌরভ। দাবি, ভুল ব্যাখ্যা করা হয়েছিল তাঁর কথার।
সৌরভ এদিন বলেন, ‘আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিাই তদন্ত করছে। এই ঘটনা লজ্জাজ🐼নক। আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগ🗹ে মানুষ একশোবার ভাবে।’
সঙ্গে ডাক্তারদের লাগাতার ধর্মঘটে সৌরভ বলেন, ‘রোগীদের দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন। চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্♐থ মানুষদের অসুবিধে হয়।’
এর আগে কী বলেন সৌরভ?
এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ♏্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’
তবে এই বিচ্ছিন্ন🔯 ঘটনা আর সিস্টেম টুকু তুলে নানা ধরনের মিম বানানো শুরু হয়। এখানেই শেষ নয়, অনেকেই দ🧸াবি করতে থাকেন কেন তাঁর মেয়ে সানাকে রেখেছেন ইংল্যান্ডে। নিয়ে আসছেন না পশ্চিমবঙ্গে। এক মেয়ের বাবা হয়েও কীভাবে তিনি এমন ক্যাজুয়ালি উত্তর দিলেন, তা নিয়েও উঠতে থাকে প্রশ্ন। আক্রমণ বর্তমানে ব্যাক্তিগত স্তরে পৌঁছে গিয়েছে।