হাতে তো মাত্༺র আর দুটো দিন। তারপরই পরিণয়বদ্ধ হবেন সৌরভ-দর্শনা। যদিও বহুদিন ধরে চর্চায় রয়েছে সৌরভ-দর্শনার বিয়ে। যদিও এবিষয়ে বিশেষ মুখ খোলেননি তারকা জুটি। তবে বাঙালি রীতি মেনে বেশ ঘটা করেই বিয়ে করছেন সৌরভ-দর্শনা। তবে তারই মধ্যে বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুকিটকি আপডেট দিচ্ছেন দর্শনা বণিক। আর বুধবার তাঁদের বিয়ের জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো গাছকৌটো আর কুলোর ছবি পোস্ট করেছেন দর্শনা বণিক।
হ্যাঁ, বিয়েতে প্রতিটা জিনিস নিজের মনের মতো করেই চাইছেন সৌরভ-দর্শনা। আর তাই বিয়ের জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো গাছকৌটো আর কুলোর ছবি পোস্ট করেছেন দর্শনা বণিক। যাঁকে বলে কিনা customized (♚কাস্টোমাইজড)। তা সেই গাছকৌটো আর কুলোটা ঠিক কেমন?
দর্শনা বণিকের ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর গাছকৌটো আর কুলোতে আঁকা রয়েছে বরকনে বেশে সৌরভ-দর্শনার ছবি। তবে এখানেই শেষ নয়, দর্শনারই ইনস্টাস্টোরি বলছে, বিয়♛ের জন্য সুন্দর হয়ে উঠতে &♐nbsp;বিশষ ক্লিনিকেও গিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন-'উগ্র পৌর𝓡ুষ'ই ভরসা, তবু থামছে না 'অ্যানিম্যাল' এর দৌড়, ১২ দিনে রণবীরের ছবির আয় কত?
এদিকে সৌরভ-দর্শনার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই এই তারকা জুটির বিয়ের সাজ সহ নানান টুকিটাকি বিষয়ে কৌতুহলী হয়ে পড়েছেন। দর্শনা অবশ্য নিজেই এক সাক্ষাৎকারে নিজের বিয়ের সাজ, পোশাক নিয়ে বেশকিছু কথা খোলসা 🌊করেছেন।
অভিনেত্রী জানিয়েছেন,তিনি বিয়ের দিন এক্কেবারে সিঁদুরে লাল রঙের বেনারসী পড়বেন। পুরনো দিনে ঠিক যেমনটা ঠাকুমা, দিদিমাদের কাছে থাকত। স্পেশাল অর্ডার দিয়ে এই বেনারসি বানিয়েছেন অভিনেত্রী। সেই শাড়ি নাকি আসল জরি দিয়ে বানানো হবে। ঠিক যেমন পুরনো দিনে সোনা-রুপোর জরি দไিয়ে শাড়ি বোনা হত। দর্শনার বেনারসিটিও নাকি হবে সম্পূর্ণ হাতে বোনা। তাতে সোনার জল করা রুপোর জরির কাজ থাকবে। যার পালিশ নাকি প্রায় বছর ২০ থাকবে। দর্শনা বণিকের এই বেনারসি বর্তমান সময়ে দাঁড়িয়ে এক্𒆙কেবারেই অ্যান্টিক পিস বলা যেতে পারে। আর এমন শাড়ির দামও যে নেহাত মন্দ হবে না তা বলাই বাহুল্য। জানা যাচ্ছে, দর্শনা বণিকের এই বেনারসির দাম প্রায় লক্ষাধিক।