বিশ্বমঞ্চে প্রশংসিত ভারতীয় পিরিয়ড ছবি ‘আরআরআর’। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চে সম্মানিত হয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের মঞ্চেও মনোনয়ন ♌পেয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডে রয়েছে ছবির ‘নাটু নাটু' গান।
‘আরআরআর’-এর ‘নাটু নাটু' গানের তালে নেচেছেন অজস্র নেটিজেন। দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীরা সম্প্রতি সেই লিস্টে নাম লিখিয়েছেন। তাঁদের টুইটারের অফিসিয়াল পেজ থেকে সেই ভিডিয়ো টুইট করা হয়েছে। দূতাবাসের কর্মীদের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বকও নেচেছেন গানের তালে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে পড়েছে সেই ভিডিয়ো। তিনিও টুইট করে প্রশংসা করেছেন। আরও পড়ুন: সইফ আলি খান, কিয়ারা থেকে কার্তিক আরিয়ান, এই ৭ বলিউড অভিনেতার আসল নাম কি জানেন
ভারতের কোরিয়ান দূতাবাসের টুইট করা ভিডিয়োয়🌠 লেখা, ‘নাটু নাটু ড্যান্স কভার- ভারতের কোরিয়ান দূতাবাস। আমরা আপনাদের সঙ্গে কোরিয়ান দূতাবাসের নাটু নাটু নাচের কভার শেয়ার করতে পেরে আনন্দিত। দূতাবাসের কর্মীদের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বক দেখুন নাটু নাটু!!’ সেই ভিডিয়োই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘প্রাণবন্ত এবং দলের প্রচেষ্টা অসাধারণ’।
দেখুন টুইট-
আরআরআর-এর হাত ধরে প্রথমবার গোল্ডেন গ্লোবস পুরস্কার এসেছ♉ে ভারতে। রাজামৌলির এই সিনেমার ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছে সেরা মৌলিক গানের সম্মান। এম এম কিরাবাণী, কালা ভৈরব, এবং রাহুল সিপলিগঞ্জের গান নিয়ে এখন মাতামাতি সব জায়গায়।
যদিও দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীদের এই গানের তালে নাচতে দেখে প্রশংসার বন্যা নেটদুনিয়ায়। পোস্টে নেটিজেনের মন্তব্য, ‘দারুণ’। কেউ লিখেছেন, ‘বাহ’। কারও মন্তব⭕্য, ‘দক্ষিণ কোরিয়ার দূতাবাসীরা প্রশংসার যোগ্য’। এক নেটিজেন লিখেছেন, ‘কী দারুন! চমৎকার হয়েছে! অনেক ভালো করেছ'!