মন খারাপ করা খবর সব্যসাচী ꦗচৌধুরীর ভক্তদের জন্য। আগামী সপ্তাহেই শেষ হচ্ছে রামপ্রসাদ। আর সেই জায়গায় ভক্তিমূলক সিরিয়াল আনার সিদ্ধান্তই নেওয়া হল স্টার জলসার পক্ষ থেকে। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।
প্রোমো আর সম্প্রচারের সময় সামনে এল একসঙ্গেই। ভক্তির সাগর ধারাবাহিক শুরুꦜ হচ্ছে ২৩ এপ্রিল মঙ্গলবার থেকে। দেখা যাবে বিকেল ৫.৩০-এর স্লটে। প্রোমো শুরু হচ্ছে দৈব🎀বাণী দিয়ে। যেখানে ভগবান বিষ্ণুকে বলতে শোনা যাচ্ছে, ‘তোর সেবায় আমি প্রসন্ন হয়েছি ক্ষুদিরাম। আমি আসছি তোর গৃহে। সন্তান রূপে।’
আরও পড়ুন: ‘মনে হচ্ছে শুটকি মাছ…’! সরু পেট🌄, পাথরের উপর শুয়ে ‘পারুল’ প্রমিতা, শুরু ট্রোল
আর এই স্বপ্ন ঘুম ভাঙিয়ে দেয় গদাধরের। এরপরই গ্রামের এক মহিলা এসে জানায়, ‘ঠাকুরমশাই ঘর আলো করে ছেলে এল গো’। আর ক্ষুদিরাম 🌌ছেলেকে কোলে নিয়ে বলে ওঠে, ‘স্বয়ং গদা✤ধর আমার ঘরে এল যে’। গদাধরের বাবা ক্ষুদিরামের চরিত্রে দেখা গেল অভিনেতা ঋজু বিশ্বাসকে।
আরও পড়ুন: ‘মোটা-কালো’ অর্পিতা বিয়ে, 🍰সিনেমায় কাজ, সব সলমনের বুদ্ধিতে? মুখু খুললেন আয়ুশ
তবে রামপ্রসাদ শেষ হয়ে যাওয়ায় বেশ হতাশ জলসার ভক্তরা♒। একজন কমেন্টে লিখেছেন, ‘তাহলে রামপ্রসাদের কী হবে?’ অপরজন লিখলেন, ‘এবাবা! রামপ্রসাদ 🌞বন্ধ হচ্ছে। আমি ভাবতে পারছি না। মনটা খারাপ হল।’ তৃতীয়জন লিখলেন, ‘নতুন কিছু জানতে পারব। একটু উত্তেজিত। তবে সব্যসাচীকে মিস করব।’
আরও পড়ুন: ‘ক্রমাগত প্রত্যাখ্যাত হচ্ছি…’, উদ⛦য়কে বিয়ের মাত্র ৯ মাস, কোন যন্ত্রণা꧒য় অনামিকা
প্রেমিকা ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে একপ্রকার সরিয়েই রেখেছিলেন সব্যসাচী। তবে ফিরেছিলেন রামপ্রসাদ নিয়ে। এর আগে বামাক্ষ্যাপা হিসেবে জায়গা করেছিলেন দর্শক মনে। এরপর ২০২৩ সালের মে মাস থেকে শুরু হয় সম্প্রচার। প্রথমে সম্প্রচার হত বিকেল ৬টায়। তারপর তোমাদের রাণী-কে জায়গা ছেড়ে দিতে আধ ঘণ্টা এগিয়ে আনা হয় স✅ময় সেপ্টেম্বর মাসে। আর বছর গড়াতে না গড়াতেই নেওয়া হল বন্ধ করার সিদ্ধান্ত।
আরও পড়ুন: কাঞ্চন-শ্রীময়ী বিছানায়, পিঙ্কির নতুন প্রেমের জল্পনা! ওশের মা বলছে, ‘♓আশা হল…’
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১-এর সঙ্গে টক্কর দেওয়া খুব একটা সহজ হয়নি। এমনকী, মাঝপথে তিয়াসা লেপচাকে এনেও কোনও রদবদল হয়নি। শেষমেশ বন্ধই করা হচ্ছে এটিকে। শোনা যাচ্ছে, রামপ্রসাদের শেষ এপিসোডেই দেখানো হবে ১০০ বছর এগিয়ে যাচ্ছে গল্প, এবং পরদিন থেকে শুরু হবে গদাধরের ভক্তির কালজয়ী গাঁথা- ‘ভক্🃏তির সাগর’।