ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজো মানেই সাদা কাশফুল, প📖েজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দ🐼িনী’। এই ‘মহিষাসুরমর্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না। তবে বর্তমান সময় কিছুটা বদলেছে পাল্টেছে ছবি। কারণ বর্তমান যুগের নব তম সংযোজন হল টেলিভিশনের ‘মহিষাসুরমর্দিনী’। বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দিনী' দেখানো হয়। সেখানেও থাকে নানা চমক। দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপ ছাড়াও আরও বেশ কয়েকটি রূপের গল্প তুলে ধরা হয়। আর এবারও তার ব্যাতিক্রম নয়।
ইতিমধ্যে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা ‘মহিষাসু🐭রমর্দিনী’-এর বেশ কিছু প্রোমো নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে রবিবার প্রকাশ্যে আসা প্রোমোয় রয়েছে নানা চমক। পঞ্জিকা মধ্যে এবার দেবীর আগমন হচ্ছে দোলাতে। তাই প্রোমোর একেবারে শুরুতে দেখা গিয়েছে, পার্বতী রূপে দেবী কার্তিক, গণেশ সহ স্বপরিবারে দোলায় চড়ে বাপের বাড়ি আসছেন।
আরও পড়ুন: অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর ⭕কী কী চমক💟 থাকছে? দেখে নিন
পার্বতী রূপে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন সন্দীপ্তা সেন। এছাড়াও নানা রূপের ছবি ফুটে উঠেছে প্রোমোতে। কখনও দেবীর শান্ত রূপে দেখা গিয়েছে সোনামনি সাহাকে। আবার কখনও ভয়ঙ্কর চামুন্ডার রূপে নজর কেড়েছেন স্বস্তিকা ঘোষ। তাছাড়াও দেবীর একেবারে শান্ত শীতল রূপেꦏ মন ভরিয়ে দিয়েছেন সুস্মিতা দে। এছাড়াও রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছেন মধুমিতা সরকার এবং হিয়া মুখোপাধ্যায়। গত বছরের মতো এবারও স্টার জলসায় মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক। তবে এবার শিব রূপে সবচেয়ে বেশি চমক দিয়েছেন দিব্যজ্যোতি দত্ত।
আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটি𝄹র বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা
অন্যদিকে, আর এক জনপ্রিয় চ্যানেল জি বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাছাড়াও জি বাংলার অন্যান্য ধারাবাহিকের অভিনেত্রীদেরও দেবীর এক একটি রূপে দেখতে পাবেন দর্শকেরা। এবার তাঁরা দেবীর নয়♕টি রূপ তুলে ধরবে তাঁদের মহিষাসুরমর্দিনীতে।
প্রসঙ্গত, ওটিটিতে প্রথমবারের জন্য আসছে মহিষাসুরমর্দিনী। হইচইতে এবার মহিষাসুরমর্দিনী আসছে। মুখ্য ভূমিকায় থাকবেন রাজনন্দিনী পাল।💦 মহালয়ার দিন রেডিয়োর পাশাপাশি টিভিতেও নানা প্রভাতী অনুষ্ঠান চলে। দেখানো হয় দেবী দুর্গার নানা অজানা গল্প। এবার সেটা আসছে ওটিটি মাধ্যমেও। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। জানা গিয়েছে, সৃষ্টি এবং বিবর্তনের মধ্য দিয়ে নারী শক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে এই সিরিজে। আগামী ২ অক্টোবর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে মহিষাসুরমর্দিনী। দেবী দুর্গা হয়ে ধরা দেবেন রাজনন্দিনী পাল।