স্টারকিডরা তাঁদের বাবা-মা'র সৌজন্যে হামেশাই লাইমলাইটে থাকেন। নেপোটিজম নিয়ে কম কটাক্ষও হজম করতে হয় না তাঁদের। গত দু-বছরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন একঝাঁক তারকা সন্তান। যদিও সেগুলোর বেশিরভাগই মুক্তি পেয়েছে ওটিটি-তে। বক্স অফিসের চাপ এখনও সইতে হয়নি, সুহানা, খুশি, জুনেইদের। তবে এবার সামনে কঠিন লড়াই। আরও পড়ুন-কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্𓄧ল্যাট ভক্তরা
জুনেইদ খানের প্রথম ওটিটি ছবি 'মহারাজ', অন্যদিকে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে পথচলা শুরু হয়েছে খুশি কাপুরের। এবার একসঙ্গে বড়পর্দায় আমির পুত্র ও শ্রীদেবী কন্যা। লাল সিং চাড্ডা পরিচালক অদ্বৈত চন্দনের রোম্যান্টিক ছবিতে দেখা মিলবে দুজনের। অর্থাৎ বড়পর্দায় জমবে খুশি-জুনেই♈দের প্রে🅰ম।
অভিনয়ের প্রাথমিক অভিষেকে, উভয় তারকা সন্তান একটি স্থায়ী ছাপ রেখেছেন। জুনেইদের অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে সবার, অন্যদিকে খুশি তাঁর স্টাইলিস অ্যাপিয়ারেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন। দুজনের আসন্ন ছবির না𝐆ম এখনও ঘোষণা করা হয়নি এবং তবে কবে বড়পর্দায় দেখা যাবে দুজনকে, সেই দিনক্ষণ আজ জানিয়ে দিল নির্মাতারা। আজ খুশি ও জুনায়েদ অভিনীত সিনেমাটি আগামী ফেব্রুয়ারির ৭ তারিখ। অর্থাৎ প্রেমদিবসের ঠিক আগের সপ্তাহে আসছে এই ছবি। পোস্টারেই স্পষ্ট নিউ এজ লাভ স্টোরি হবে এই ছবি।
রিপোর্ট অনুসারে, এই ছবিটি আসলে তামিল ছবি লাভ টুডে -র রিমেক। দিল্লিতে মূলত ছবির রোমান্টিক অংশের শ্যুটিং হয়েছে। প্রসঙ্গত, লাভ টুডে' নামের তামিল ছবিটা বক্স অফিসে ব্যাপক সাফল্য পে💖য়েছিল। মুখ্য চরিত্রে ছিল প্রদীপ রঙ্গনাথন এবং ইভানা। ৫ কোটি বাজেꦇটে তৈরি ছবি আয় করেছিল প্রায় ১৫০ কোটি।
আরও পড়ুন-ভাঙা হাত নিয়েও পথে শ্ব🉐শুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা
জোয়া আখতারের দ্য আর্চিসের হাত ধরে বলিউড সফর শুরু হয়েছে খᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুশির। ওদিকে চর্চা বাস্তবে ‘দ্য আর্চিস’ কো-স্টার বেদাঙ্গ রায়নার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন খুশি কাপুর। প্রায়শই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা মিলছে দুজনের। খুশির প্রতি বেদাঙ্গের কেয়ারিং মনোভাব দেখে অনেকেরই ধারণা এই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। যদিও বেদাঙ্গের কথায় এটা নাকি শুধুই ‘খাঁটি বন্ধুত্ব’।
তিনি বলেন, ‘খুশি এবং আমার বন্ধুত্বের𓂃 অনেক কারণ♕, অনেক মিল রয়েছে। আমরা একই ধরনের গান পছন্দ করি। এবং আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। তবে আমরা ডেট করছি না। খাঁটি বন্ধুত্ব আমাদের।’