গত ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেয়েছিল রাজকুমার রাও-এর 'স্ত্রী-২'। বক্স অফিসে ছবি ছিল ব্লকবাস্টার। বড়পর্দায় মুক্তির পর ইতিমধ্যেই OTT-র পর্দাতেও মুক্তি পেয়েছে স্ত্রী ২। আমাজন প্রাইমে দেখা যাচ্ছে এই ছবি। আ📖র এবার এই ছবির আইটেম নম্বর 'আজ কি রাত' মুক্তি পেল ইউটিউবে। যেখানে নর্তকীর ভূমিকায় দেখা গিয়েছে তমান্না ভাটিয়াকে।
এদিকে ইউটিউবে মুক্তির পরপরই 'আজ কি রাত' গানটি এখনও পর্যন্ত ৫৩৯,৫১০,৯০০ কোটি মানুষ দেখে ফেলেছেন। এই গানটির মিউজিক করেছেন সচিন-জিগর। গানের কথাগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী, দিব্যা কুমার ও সচিন-জিগর। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়ে ফেলেছে। এখনও পর্যন্ত রাজকুমার রাও অভিনীত এই ছবিটি বক্সঅফিসে সবথেকে বেশি টাকা আয়কারী ছ𝄹বি হয়ে দাঁড়িয়েছে। Sacnilꦚk.com-এর রিপোর্ট অনুসারে এই ছবিটি গোটা বিশ্বের বাজারে ৮৫৬.৯৮ কোটি টাকা আয় করেছে।
আজ কি রাত-পুরো গানটি ইউটিউবে মুক্তি পেতেই নেটিজেন⭕দের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘আমি যবে থেকে ছবিটি হলে গিয়ে দেখে এসেছি, তখন থেকেই গানটি মুক্তির অপেক্ষায় ছিলাম।’ আরও একজন লিখেছেন, ‘বলিউড এই গানে তার সৌন্দর্♛য নিয়ে ফিরে এসেছে, গানটি কোথা থেকে কপি করা হয়নি, এক্কেবারে আসল গান, নাচ, সিনেমাটোগ্রাফি সবমিলিয়ে পুরোটাই বিনোদনের ফুল প্যাকেজ। কারোর দাবি, ’স্ত্রী-২ হিট হওয়ার অন্যতম কারণ তমান্না ভাটিয়া আর তাঁর এই নাচ। এই নাচ দক্ষিণের দর্শককেও এই হিন্দি ছবি দেখার জন্য হলে টেনে নিয়ে এসেছে।' কেউ আবার গান নিয়ে লিখেছেন, ‘সিরিয়াসলি... তমান্নার নাচের থেকে গান, কথা, কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে। তার নাচ এই গানটিকে আরও আইকনিক করে তুলেছে।’
প্রসঙ্গত,൲ স্ত্রী ২ ছবির এই গানটি শুরু থেকেই চার্ট-টপারে ছিল। এদিকে স্ত্রী ২- গগনচুম্বী এই সাফল্যের পর এটির পরের পার্ট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। সম্প্রতি শ্রদ্ধা কাপুর নিজেই স্ত্রী- ৩র কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন। স্ত্রী-২ হল 'স্ত্রী'র সিক্যুয়াল, প্রথম অংশ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় এই ছবিটি। স্ত্রী (২০১৮)র গল্প এক মহিলা ভূতকে ঘিরে আবর্তিত হয়েছে। আর সিক্যুয়ালটি আবর্তিত হয়েছে সরকাটা নামে একটি মাথাবিহীন ভূককে🍎 কেন্দ্র করে।